প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনী শত্রুদের হাত থেকে দেশকে বাঁচাতে প্রতিনিয়ত নিজেদেরকে শক্তিশালী করে তুলছে। স্থল জল এবং বাতাস, কোনো ক্ষেত্রেই তাঁদের শক্তিক্ষয় হতে দিচ্ছে না। নানা রকম অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে নিয়মিত। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। আর এই আবহেই এবার সাধারণ মানুষের সুবিধার জন্য এক দারুণ চমক নিয়ে আসল DRDO।
নয়া প্রযুক্তি নির্মাণ DRDO-র
বিগত কয়েক বছর ধরে সমুদ্রের জল পানযোগ্য করার জন্য নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে আসছে। আর এবার সেই গবেষণা এক বিরাট সফলতা অর্জন করল। মাত্র আট মাসের মধ্যে সমুদ্রের জল সাধারণ মানুষের কাছে পানযোগ্য করার জন্য একটি উচ্চচাপের ন্যানোপোরাস পলিমারিক মেমব্রেন তৈরি করল প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। কানপুরের গবেষণাগারে দীর্ঘদিন ধরে অসংখ্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে এবং একের পর এক পরীক্ষার মাধ্যমে অবশেষে এই জটিল সমস্যার সমাধান করতে পেরেছে গবেষকরা। জানা গিয়েছে এই মেমব্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। কোনও ভাবেই এ ক্ষেত্রে বিদেশের প্রযুক্তি ব্যবহার করা হয়নি।
#DRDO (DMSRDE) has successfully developed indigenous ‘nanoporous multilayered polymeric membrane’ for high-pressure sea water desalination plant in Indian Coast Guard (ICG) ships. pic.twitter.com/zalPtBgSI3
— News IADN (@NewsIADN) May 15, 2025
প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন
DRDO সংস্থা সূত্রে জানা গিয়েছে এত দিন পর্যন্ত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে লাগানো হয় আসছিল ডিস্যালিনেশন প্ল্যান্ট। কিন্তু সেগুলির মধ্যে থাকা মেমব্রেনগুলি খুব একটা কার্যকরী ছিল না। আসলে সমুদ্রের লবণাক্ত জলে ক্লোরাইড আয়নের পরিমাণ এতটাই বেশি ছিল যে প্ল্যান্টের মেমব্রেনটি একদমই ব্যবহারযোগ্য থাকত না। দীর্ঘদিন ধরে এই সমস্যা তৈরি হচ্ছিল। অবশেষে তারই সমাধান হয়েছে এই নতুন প্রযুক্তিতে। DMSRDE এবং ICG যৌথভাবে একটি পেট্রোলিং ভেসেলে এই পলিমার মেমব্রেনের প্রাথমিক পরীক্ষা চালিয়েছে। টানা ৫০০ ঘণ্টার পরীক্ষার পর অবশেষে তা অনুমোদন করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত পরীক্ষা বাকি।
আরও পড়ুন: তিনগুণ কমে ভরপুর বেনেফিটস! মাত্র ১০০ টাকায় ২৯৯ টাকার সুবিধা দিচ্ছে Jio
জানা গিয়েছে এই নয়া পলিমার মেমব্রেনটি যদি চূড়ান্ত পরীক্ষায় দারুণ ফলাফল করে তাহলে শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর জন্য নয় এটি উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষজনের কাছেও অত্যন্ত সুবিধাজনক এবং কার্যকর হবে। মুহূর্তেই ডিআরডিও-র এই সাফল্য বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ এই প্রযুক্তি সমুদ্রের জল পরিষ্কারের ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়ে উঠতে পারে। এবং বিশ্বের নজরে ভারতের এক গুরুত্বপূর্ণ নজির গড়ে উঠতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |