ভারতের মুকুটে নয়া পালক! ৩২ হাজার ফুট উচ্চতায় দেশীয় প্যারাসুটের সফল পরীক্ষা DRDO-র

Published:

DRDO Parachute Test
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মুকুটে নয়া পালক। এবার 32 হাজার ফুট উচ্চতা থেকে দেশীয় প্যারাসুটের সফল পরীক্ষা (DRDO Parachute Test) করে ফেলল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। হ্যাঁ, গতকাল অর্থাৎ বুধবার তারা দেশীয় সামরিক যুদ্ধ প্যারাসুট সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ করেছে। আর এটিই ভারতের প্রথম প্যারাসুট সিস্টেম, যা 25 হাজার ফুটের বেশি উচ্চতায় ব্যবহার করা যাবে।

শীঘ্রই যুক্ত হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীতে

প্রসঙ্গত, ডিআরডিও’র উৎক্ষেপণ করা এই প্যারাসুট খুব শীঘ্রই ভারতীয় সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হবে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক বলছে, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একমাত্র কার্যকরী সিস্টেম হতে পারে এই MCPS বা মিলিটারি কমব্যাট প্যারাসুট সিস্টেম। এই ব্যবস্থা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে আর বিদেশী প্যারাসুট সিস্টেমের উপর কোনওরকম নির্ভর করতে হবে না। ফলে দেশে এর রক্ষণাবেক্ষণও সহজ হবে, আর যুদ্ধ বা সংকটের সময় কোনওরকম চিন্তা করার প্রয়োজন পড়বে না।

প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য

এই প্যারাসুটের সাফল্যকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, বিমান বাহিনী এবং শিল্প সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে এটি একটি বিরাট মাইলফলক। এমনকি ডিআরডিও’র প্রধান ডক্টর সমীর ভি. কামাতও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই সাফল্য ভারতের আকাশপথে স্বনির্ভর ব্যবস্থার দিক থেকে বিরাট পদক্ষেপ। এমনকি যুদ্ধের সময় ও সেনাবাহিনীর কাছে কার্যকর উপায় হতে চলেছে এটি।

আরও পড়ুনঃ বড়সড় ক্ষয়ক্ষতি! ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

উল্লেখ্য, ডিআরডিওর দু’টি ল্যাবের মাধ্যমেই এই প্যারাসুট সিস্টেমটি কাজ করবে। আর সেই ল্যাবগুলি হল আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট এবং বেঙ্গালুরুর ডিফেন্স বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রোমেডিকেল ল্যাবরেটরি। এই দুই ল্যাবই জানিয়েছে যে, উচ্চ তাপমাত্রা, কম অক্সিজেন, তীব্র বাতাসের চাপেও সব জায়গায় সমানভাবে কাজ করবে এই প্যারাসুট। ফলত, এখন ভারতীয় সামরিক বাহিনী যে আরও শক্তিশালী হল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join