সৌভিক মুখার্জী, কলকাতা: মালিকের উপর রাগ করেই তার পাঁচ বছরের ছেলেকে অপহরণ করে ইট দিয়ে থেঁতলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল ড্রাইভার। এমনই এক হাড়হিম করা ঘটনা ঘটেছে দেশের রাজধানীতে (Delhi)। জি ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, নিহত শিশুটিকে ওই অভিযুক্ত ড্রাইভারের বাড়ি থেকেই পুলিশ উদ্ধার করেছে এবং অভিযুক্তর নাম নিতু।
অপমানের বদলা শিশু খুন!
আসলে প্রাথমিক তদন্ত করে জানা যাচ্ছে, ওই নিহত শিশুর বাবার মোটামুটি ৭-৮টি পরিবহন গাড়ি রয়েছে এবং তিনি গাড়িগুলিকে ভাড়া খাটান। তবে কিছুদিন আগে তিনি নিতু এবং ওয়াসিম নামে দু’জন ড্রাইভারকে কাজে রেখেছিলেন। এদিকে সোমবার সন্ধ্যাবেলা অর্থাৎ দীপাবলির দিন নেশা করে নিতু এবং ওয়াসিমের মধ্যে তুমুল ঝগড়া হয়। এমনকি সে সময় নিতু ওয়াসিমকে মারধরও করে বলে রিপোর্ট মারফৎ খবর। তবে এই ঘটনা যখন মালিককে অর্থাৎ ওই নিহত শিশুর বাবাকে জানানো হয়, তখন তিনি নিতুকে ২-৪টি চড় মারেন আর বকাঝকাও করেন বলে খবর। তবে এই অপমানের বদলা নিতেই মঙ্গলবার মালিকের ছেলেকে বাড়ির বাইরে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে নিজের ভাড়া বাড়িতে ইট ও ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে ওই অভিযুক্ত ড্রাইভার।
এদিকে শিশুটিকে খুন করে বর্তমানে ওই ড্রাইভার পলাতক। তাকে খুঁজে বের করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক দল গঠন করা হয়েছে। এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার হরেশ্বর স্বামী জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় একটি ফোন আসে যে একটি শিশু নিখোঁজ হয়ে গিয়েছে। তিনি বলেছেন, তদন্তে জানা যায় যে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে শুরু করলেও পাওয়া যায় না। অবশেষে তার মৃতদেহ মেলে নিতুর ভাড়া বাড়ি থেকে।
আরও পড়ুনঃ জুবিন গর্গের পর ফের সংগীত জগতে নক্ষত্রপতন! ৩৫ বছর বয়সে প্রয়াত গায়ক ঋষভ তন্ডন
এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর থানায় মামলা দায়ের করা হয় এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হয়। পাশাপাশি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর পুলিশ জানিয়েছে, নিতু এখনও পর্যন্ত পলাতক। তাকে ধরার জন্য একাধিক দল গঠন করা হয়েছে। পাশাপাশি তার মোবাইল লোকেশন ট্র্যাক করারও চেষ্টা করা হচ্ছে। এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে অভিযুক্তকে গ্রেফতার করা যায়।