সৌজন্যে কলকাতা মেট্রো, এবার বেঙ্গালুরুতেও মিলবে চালকবিহীন পরিষেবা

Published on:

bengaluru metro bmrc

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই একের পর এক রেকর্ড গড়েই চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। গোটা ভারতকে চমকে দিয়ে প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালায় কলকাতা মেট্রো। সমগ্র ভারতের মধ্যে কলকাতায় প্রথম যেখানে আন্ডারওয়াটার মেট্রো অর্থাৎ গঙ্গা নিচে দিয়ে মেট্রো পরিষেবা  মিলছে। শুধু তাই নয় আগামী দিনে কলকাতা মেট্রোর আরও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে কলকাতাতে নতুন করে সাজিয়ে তোলার ক্ষেত্রে। তবে এসবের মাঝেই এবার তিলোত্তমার পাশাপাশি অন্য এক রাজ্যকেও বিরাট ভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিল কলকাতা মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার বেঙ্গালুরুকে ড্রাইভারলেস বা চালকহীন মেট্রো দিয়ে সাহায্য করবে বাংলা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার বেঙ্গালুরুতে চলবে চালকহীন মেট্রো | Driverless Metro In Bangalore |

জানা গিয়েছে, বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের জন্য কলকাতা থেকে চালকবিহীন রেক সরবরাহ করা হবে। ইতিমধ্যেই বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (BMRC) দ্বিতীয় পর্যায়ের হলুদ লাইন প্রকল্পের জন্য চালকবিহীন ট্রেনসেট উৎপাদন শুরু করেছে রোলিং স্টকের শীর্ষস্থানীয় ভারতীয় প্রস্তুতকারক টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। ২০১৯ সালের ডিসেম্বরে বিএমআরসি ও চায়না রেলওয়ে রোলিং স্টক করপোরেশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে সিআরআরসি টিটাগড় রেল সিস্টেমসের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, টিআরএসএল উত্তরপাড়ায় তার কারখানায় বেঙ্গালুরু হলুদ লাইন প্রকল্পের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ ট্রেনসেট তৈরি করবে।চালকবিহীন ট্রেনে যোগাযোগ নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হবে। এর মূল লক্ষ্য মাত্র ৯০ সেকেন্ডে ২.৫ মিনিটের দূরত্ব অতিক্রম করা। চালক ছাড়াই চলবে এই ট্রেন। অবশ্য নিরাপত্তার জন্য লোকো পাইলট নিয়োগ করা হবে। ট্রেনসেটটি একটি স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ (এটিসি) সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় চমক বাংলার

টিটাগড়কে হলুদ লাইন প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩৬টি ট্রেনসেটের মধ্যে ৩৪টি উৎপাদন করার দায়িত্ব দেওয়া হয়েছে, কেবল দুটি ট্রেনসেট চীনে নির্মিত হচ্ছে। এই ৩৪টি ট্রেনসেটের প্রতিটি ট্রেনসেটে ৬টি করে গাড়ি থাকবে। ২০২৪ সালের ১৮ মে উৎপাদন শুরু হয় এবং প্রথম ট্রেনসেটটি ২০২৪ সালের ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত হয়। হলুদ লাইনটি আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত ২১ কিলোমিটার বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ মেট্রো করিডোর যা বেঙ্গালুরুতে যোগাযোগ বৃদ্ধি এবং যানজট সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের তরফে বেঙ্গালুরু মেট্রোর হলুদ লাইনের জন্য ট্রেনসেট উত্পাদন নতুন এক মাইলফলক তা বলাই বাহুল্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group