ঘন কুয়াশার কারণে হাওড়া ডিভিশনে টানা ৩ মাস বাতিল থাকবে বহু ট্রেন, তালিকা দিল রেল

Published:

howrah division train cancelled
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। রেলপথকে দেশের লাইফলাইন বলা হয়, কিন্তু মাঝে মাঝে, ট্র্যাক রক্ষণাবেক্ষণ বা অবকাঠামোগত কাজের কারণে, কিছু ট্রেন থামাতে হয়, বাতিল করতে হয় বহু ট্রেন। তবে এবারের কারণ হল অন্য। সামনেই আসছে শীতকাল। আর শীতকাল মানেই ঘন কুয়াশা যে থাকবে সেটা বলাই বাহুল্য। এহেন পরিস্থিতিতে আগে থেকে রেলের তরফে সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপনিও কি বছর শেষে বা ২০২৬ সালের শুরুর দিকে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? এখনও ট্রেনের টিকিট কাটেননি? তাহলে কাটার আগে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির কারণ। কারণ রেলের তরফে হাওড়া সহ বহু জায়গার ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। এর ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারেন রেল যাত্রীরা বলে আশঙ্কা করা হচ্ছে।

তিন মাস বাতিল থাকবে বহু ট্রেন

জানলে অবাক হবেন, ডিসেম্বর মাস থেকে শুরু করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ টানা তিন মাস পুরোপুরি বাতিল থাকবে বহু ট্রেন। এই ধরুন যেমন ট্রেন নম্বর ১২৩২৭ হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস ২,৫,৯,১২, ১৬, ১৯, ২৩, ২৬ এবং ৩০ ডিসেম্বর, ২০২৬ সালের ২, ‌৬,৯,১৩, ১৬, ২০, ২৩, ২৭ এবং ৩০ জানুয়ারি এবং ৩,৬,১০, ১৩, ১৭, ২০, ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল থাকবে। ফিরতি পথে এই ট্রেন অর্থাৎ ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৩,৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭ এবং ৩১ ডিসেম্বর বাতিল থাকবে। এছাড়া ২০২৬ সালের ৩,৭, ১০,১৪, ১৭, ২১, ২৪, ২৮ এবং ৩১, জানুয়ারি, ৪,৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল থাকবে ট্রেন নম্বর ২২১৯৮ বিরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাত্তা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, ২২১৯৭ কলকাতা-বিরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাত্তা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া সাপ্তাহিক এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়াও ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্স[রেস, রবিবার, ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস মঙ্গলবার, ১২৩১৭ কলকাতা-অমৃতসর অকাল তাখত এক্সপ্রেস রবিবার, ১২৩১৮ অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস মঙ্গলবার বাতিল থাকবে।

আংশিক বাতিল থাকবে এই ট্রেনগুলি

জানা গিয়েছে, আরও কিছু ট্রেন তিন মাস আংশিক বাতিল থাকবে। যেমন ১২১৭৮ মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস মথুরা এবং আগ্রার মধ্যে চলাচল করবে না ১,৮,১৫,২২ এবং ২৯ ডিসেম্বর, ৫,১২, ১৯, এবং ২৬ জানুয়ারি, ২, ৯, ১৬ এবং ২৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে। এছাড়া ১২১৭৭ হাওড়া-মথুরা চম্বল এক্সপ্রেস ডিসেম্বর মাসের ৫,১২, ১৯ এবং ২৬, ২, ৯, ১৬, ২৩, এবং ৩০ জানুয়ারি এবং ৬, ১৩, ২০ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join