মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাদে সবার ছুটি! শীত পড়তে না পড়তেই স্কুল ছুটির ঘোষণা সরকারের

Published on:

delhi school holiday

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ বছর শেষ হবার আগেই প্রাণঘাতী দূষণে ঢেকে গিয়েছে রাজধানীর দিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে এক হাত দূরে কি রয়েছে সেটা অবধি দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। যে কারণে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন ঘর থেকে বেরোনই রীতিমতো সকলে পক্ষে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এদিকে অতিরিক্ত দূষণের ফলে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। ফলে পরিস্থিতি সামাল দিতে বড় রকমের সিদ্ধান্ত নিল। বন্ধ করে দেওয়া হল স্কুল। হ্যাঁ ঠিকই শুনেছেন। শিশুদের সুরক্ষার কথা ভাবনা চিন্তা করে সরকারের তরফে বহু স্কুল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্কুলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত

যেন ২০২৪ সালেও করোনার ছবি দেখা যাচ্ছে। নতুন করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আপাতত পড়ুয়াদের বাড়ি থেকে অনলাইন ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অতিশী ঘোষণা করেছেন যে সোমবার থেকে জিআরএপি -৪ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দশম ও দ্বাদশ শ্রেণি বাদে সমস্ত শিক্ষার্থীর জন্য শারীরিক ক্লাস বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন ক্লাস চালাবে।

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রবিবার দিল্লিতে একিউআই ৫০০ ছুঁয়েছে। এরপরই সোমবার থেকে জিআরএপি-৪ বিধিনিষেধ বাস্তবায়নের ঘোষণা দেয় সিএকিউএম। এর পাশাপাশি দিল্লি-এনসিআরে স্কুল বন্ধ রাখার সুপারিশ করেছে সরকার। জিআরএপি-৪ লাগু হওয়ার পর সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। তবে বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে ডাকা হবে। এ ছাড়া বাকি সব শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলবে। এক্স-এ পোস্ট করার সময় সিএম অতিশী এই ঘোষণা করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দিল্লিতে বাড়ছে দূষণ

জানা গিয়েছে, প্রাণঘাতী দূষণের কারণে দিল্লি সরকার আজ সোমবার থেকে গ্রেডেড রেসপন্স একশন প্ল্যান ফোর্স ৪ শুরু করে দিয়েছে। গত সপ্তাহে যা করা হয়েছিল ৩। গতকাল রবিবার সন্ধ্যে সাতটার সময় দিল্লিতে অতি বিপদজনক মাত্রায় ছিল। দূষণ মাত্রা 457 AQI।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group