সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আর শুধুই ভিসা নয়, ভারতীয় পাসপোর্টও ডিজিটালের ছোঁয়া পেল। আসলে এখন ডিজিটাল ছাড়া আছে কী বলুন তো? সবই ডিজিটাল! সেই সূত্র ধরে দেশে শুরু হয়েছে এবার ই-পাসপোর্ট (E-Passport) পরিষেবা। কি অবাক হচ্ছেন? তাহলে কি পুরনো পাসপোর্ট বাতিল হয়ে যাবে? কীভাবেই বা পাবেন ই-পাসপোর্ট? চলুন আজকের প্রতিবেদনে পুরোটা জেনে নেওয়া যাক।
ই-পাসপোর্ট আসলে কী? | E-Passport |
ই-পাসপোর্ট মূলত এক ধরনের স্মার্ট পাসপোর্ট, যাতে একটি ছোট চিপ এবং অ্যান্টেনা থাকবে। এই চিপে আপনার সমস্ত ব্যক্তিগত এবং বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত থাকবে। যেমন মুখের ছবি, আঙুলের ছাপ, আইরিস এস্ক্যান ইত্যাদি। পাশাপাশি এই চিপে রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি। যার মাধ্যমে স্ক্যানার সহজেই আপনার তথ্য বুঝতে পারবে।
কোথায় শুরু হয়েছে ই-পাসপোর্ট?
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে এই পাসপোর্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, সুরাট, ভুবনেশ্বর, রায়পুর, রাচি, নাগপুর, জন্মু, গোয়া, জয়পুর, শিমলা। সূত্রের খবর, চেন্নাইতে ৩ মার্চ থেকে চালু হয়েছে এই পরিষেবা। আর মার্চ মাসের শেষ পর্যন্ত 20,700 এর বেশি ই-পাসপোর্ট ইস্যু করা হয়ে গিয়েছে। আর সরকার জানিয়েছে যে, 2025 সালের মধ্যে দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যে ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
কী সুবিধা পাবে পাওয়া যাবে ই পাসপোর্টে?
প্রথমত চিপে থাকা তথ্য জালিয়াতি করা প্রায় অসম্ভব। ফলে জাল পাসপোর্ট তৈরি, কারসাজি বা পাচারের মতো অপরাধ এবার অনেকটাই কমে যাবে। পাশাপাশি চিপে থাকা স্ক্যানার খুব তাড়াতাড়ি তথ্য পড়তে পারবে। বলে ইমিগ্রেশন লাইনে আর অপেক্ষা করতে হবে না। এমনকি আঙ্গুলের ছাপ, মুখের গঠন, চোখের তথ্য সংরক্ষিত থাকায় অন্য কেউ আপনার পাসপোর্ট ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুনঃ অথৈ জলে ১০০ দিনের কাজের ভবিষ্যৎ! মামলা ছাড়লেন হাইকোর্টের আরেক বিচারপতি
তাহলে কী পুরনো পাসপোর্ট বাতিল হয়ে যাবে?
না, এই চিন্তা মাথায় আনার কোনও দরকার নেই। যাদের পুরনো পাসপোর্ট রয়েছে, তাদের সেই পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বৈধই থাকবে। পুরনো পাসপোর্ট নিয়ে ঠিক আগের মতই আপনি বিদেশে ঘুরতে যেতে পারবেন। তবে মেয়াদ ফুরিয়ে গেলে নতুন করে পাসপোর্ট করতে হবে। আর তখন আপনাকে ই-পাসপোর্ট বানাতে হবে। এমনকি এখন নতুন যারা পাসপোর্ট বানাচ্ছেন, তাদেরকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে।