BLO, সুপারভাইজার, বুথ স্তরের কর্মীদের পারিশ্রমিক দ্বিগুণ! SIR নিয়ে জল্পনার মাঝেই ঘোষণা ECI-র

Published:

Updated:

Election Commission of India doubles the remuneration for BLO supervisors And booth level officers
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সমীক্ষা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই বাংলার সিইওকে চিঠি দিয়ে ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের সব রাজ্যেই হবে SIR। ফলত, বঙ্গ রাজনীতিতে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা।

আর এসবের মাঝেই, এবার BLO সুপারভাইজার সহ বুথ স্তরের কর্মকর্তাদের সুখবর শোনালো ইলেকশন কমিশন। PIB-এর রিপোর্ট অনুযায়ী, BLO ও BLO সুপারভাইজারদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ECI। শুধু তাই নয়, সুখবর খবর পেয়েছেন ERO, AERO-রাও।

বড় সিদ্ধান্ত ভারতীয় ইলেকশন কমিশনের

মূলত নির্বাচনের আগে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা EROs, সহকারি নির্বাচন কর্মকর্তা, BLO সুপারভাইজার ও বুথ লেভেল অফিসাররা স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এবার সেই অবদান স্মরণ করিয়েই BLO সুপারভাইজার, BLO বা বুথ লেভেল অফিসারদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, নতুন করে ERO, AERO-দেরও প্রাপ্য সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ECI। যা SIR নিয়ে জল্পনার মাঝে বড় সিদ্ধান্ত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

eci

অবশ্যই পড়ুন: ভারত, ইংল্যান্ড সিরিজের মাঝেই অধিনায়ক হলেন ঈশান কিশান, এই টুর্নামেন্টের সূচি ঘোষণা BCCI-র

উল্লেখ্য, বুথ লেভেল কর্মকর্তা থেকে শুরু করে ERO, AERO-দের জন্য পারিশ্রমিক দ্বিগুণ করার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিহার থেকে শুরু করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR এর জন্য বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে 6,000 টাকার বিশেষ প্রণোদনাও অনুমোদন করেছে ভারতীয় ইলেকশন কমিশন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join