Indiahood-nabobarsho

বিদ্যুতের বিল দিতে পারছেন না? চিন্তা নেই, একবার আবেদন করলেই হয়ে যাবে মাফ

Published on:

electricity bill

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা সহ দেশজুড়ে গরমের মরসুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জায়গায় জায়গায় শুরুও হয়ে গিয়েছে তাপপ্রবাহের খেলা। সব মিলিয়ে বাড়ি থেকে একটু সময়ের জন্য হলেও রাস্তায় বেরোতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সকলের। অনেকেই আছেন যারা এখন হাইস্পিড ফ্যান থেকে শুরু করে এসি কিনছেন বা কিনবেন বলে প্ল্যান করছেন। কিন্তু সেইসঙ্গে আরও একটা চিন্তা দানা বাঁধছে মনে, আর সেটা হল লাগামছাড়া বিদ্যুতের বিল। গরমকালে বিদ্যুতের বিল লম্বা চওড়া আসবে সব বাড়িতেই। কিন্তু আর চিন্তা নেই, কারণ এবার রাজ্য সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বিদ্যুতের বিল যতই আসুক না কেন, সবটাই মাফ করে দেবে সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিদ্যুতের বিল নিয়ে বড় পদক্ষেপ সরকারের

বাড়তি বিদ্যুতের বিল নিয়ে চিন্তা হয় না, এমন কোনও বাড়ি নেই। বিল যাতে বেশি না আসে তার জন্য কত কিছুই না করেন মানুষ। বিশেষ করে যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের মানুষ, এমনকি গরমের সময়য়েও মাঝে মধ্যে ফ্যানও বন্ধ রাখেন যাতে বেশি বিদ্যুতের বিল না আসে সেজন্য। তবে সরকারের তরফে এমন এক স্কিম চালানো হচ্ছে যেখানে আবেদন জানালে আপনার বিদ্যুতের বিল অনেকটাই মাফ হয়ে যাবে। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে। আজ কথা হচ্ছে বিদ্যুৎ বিল মাফি যোজনা নিয়ে।

উত্তরপ্রদেশ সরকার বিদ্যুৎ বিল মাফি যোজনা ২০২৪ শুরু করেছে। এই যোজনার মূল লক্ষ্য হল বিদ্যুৎ বিলের কারণে ঋণগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ প্রদান করা। এই যোজনার আওতায়, যোগ্য পরিবারের বকেয়া বিদ্যুৎ বিল মকুব করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যোগ্যতা

  • উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে।
  • রেশন কার্ডধারী হতে হবে।
  • দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবার হতে হবে।
  • বিদ্যুৎ মিটারের নামে আবেদন করতে হবে।
  • এক বছর পর্যন্ত বিদ্যুৎ বিল বকেয়া থাকতে হবে।

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল দিতে পারছেন না? চিন্তা নেই, একবার আবেদন করলেই হয়ে যাবে মাফ

এই সরকারি প্রকল্প থেকে কেবল গার্হস্থ্য গ্রাহকরাই উপকৃত হতেন। বিপিএল শ্রেণীর লোকদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে। বিদ্যুৎ বিল মকুব প্রকল্পের সুবিধা পেতে, উত্তরপ্রদেশের গ্রাহকদের প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে। যাইহোক, উত্তরপ্রদেশ ছাড়াও মধ্যপ্রদেশও ঠিক একই রকমে প্রকল্প চালাচ্ছে বেশ কিছুটা সময় ধরে। এই প্রকল্পগুলির দরুন লাভবান হবেন সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group