প্রীতি পোদ্দার, শ্রীনগর: এখনও আতঙ্কের মেঘ কাটেনি ভূস্বর্গের মাটিতে। গত বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াই (Encounter in Jammu And Kashmir) হয়েই চলেছে। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানের সময় হঠাৎ করেই সেনা বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। ওইদিন সেই সংঘর্ষে চার পুলিশকর্মী নিহত হন। পাশাপাশি দুই জঙ্গিরও মৃত্যু হয়েছে। এদিকে এই সংঘর্ষের ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ সাত জন গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, এই গ্রুপটি সম্প্রতি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। আর এই আবহে ফের নতুন করে সংঘর্ষ শুরু হল।
ঘটনাটি কী?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। জঙ্গিদের খোঁজে একসঙ্গে ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সাফাইয়া’। ৯ দিনের অভিযানে এটি ছিল তৃতীয় অভিযান। এদিন সন্ধ্যার দিকে পাঞ্জতিরথি এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। তারপরেই জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, ভারতীয় সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যৌথভাবে অভিযান শুরু করে।
ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি
অভিযানের শুরুতেই জঙ্গিরা সবটা নজর রাখছিল। তারপরেই রাস্তা বুঝেই নিরাপত্তা বাহিনীর ওপর একনাগাড়ে গুলি চালায়। চুপ করে থাকেনি পুলিশ ও সেনারা। যার জবাবে প্রতিরক্ষামূলক গুলি চালানো হয়। বর্তমানে তিন জঙ্গি পাঞ্জতিরথি এলাকার একটি ঘন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে আটকে রয়েছে বলে জানা গেছে। এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলছে। আজ সকালেও কাঠুয়ার বিল্লাওয়ার এলাকার পাঞ্জতিরথিতে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছিল। এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত জানিয়েছেন যে, “লুকিয়ে থাকা সকল জঙ্গিদের এক এক করে বের করে হত্যা করা হবে।”
অন্যদিকে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি নিহত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তিনি বলেন, ‘আমরা আমাদের বীর জওয়ানদের বলিদান ভুলব না। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’ জম্মু অঞ্চলে বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং পাহাড়ি এলাকায় বড় আকারের তল্লাশি অভিযানের দাবি তুলেছে। এবার দেখার পালা এই ‘অপারেশন সাফাইয়া’ জঙ্গি দমনে কতটা সফলতা অর্জন করতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |