Indiahood-nabobarsho

সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে শত্রু, ভারতের এই মারণ অস্ত্রকে ভয় পায় বিশ্ব

Published on:

agni v

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় লাগবে মাত্র কয়েকটা সেকেন্ড! এক অস্ত্রেই ধুলোয় মিশে যাবে পাকিস্তানের একাধিক শহর! শত্রুদের শায়েস্তা করার মোক্ষম দাওয়াই আধুনিক যুদ্ধ। আর তা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই অসাধ্যকে বিশ্বাস করানোর মতো ক্ষমতা রয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, দিল্লির কাছে এমন এক অস্ত্র রয়েছে, যা পাকিস্তানের মতো সুযোগ সন্ধানীদের মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় অস্ত্র ভান্ডারে সযত্নে গুছিয়ে রাখা সেই অস্ত্রের(Indian Missile) তেজ এতটাই, যে তার প্রয়োগ দেখে ঘুম ছুটবে বাকিদেরও। চলুন জেনে নেওয়া যাক ভারতের সেই গোপন অস্ত্র সম্পর্কে, যা আজ পর্যন্ত ব্যবহার করার কথা ভাবেনি দিল্লি।

মাত্র 10 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে শত্রুরা!

সাম্প্রতিক সময় অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ কতটা শক্তিশালী হতে পারে তা প্রমাণ করে দিয়েছে রাশিয়া। 2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রকাশ্যে এসেছে মস্কোর ভয় ধরানো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। মূলত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রি এন্ট্রি ভেহিক্যাল টেকনোলজি দ্বারা তৈরি এই শত্রু-ঘাতক অস্ত্রটি ইউক্রেনের ওপর প্রয়োগ করেছিল রাশিয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যার জোরে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক শহর। আর সেই সূত্র ধরেই বিশ্ববাসীর আগ্রহের ঝুলিতে এসেছে এই ICBM। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে এমন কোনও অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম আজ পর্যন্ত তৈরি হয়নি যা এই রুশ অস্ত্রটিকে আটকাতে পারবে। স্বয়ং রুশ প্রেসিডেন্ট তথা ভারত বন্ধু ভ্লাদিমির পুতিনের নির্দেশেই প্রয়োগ করা হয় এই ICBM। জানিয়ে রাখি, রাশিয়ার মতোই প্রায় সম শক্তি সম্পন্ন শত্রু দমনকারী মিসাইল রয়েছে ভারতেরও।

শত্রুর একাধিক শহর এক ঝলকে গুঁড়িয়ে দেবে ভারতের এই মিসাইল!

আগ্রহের বশে জানা গেল, ভারতীয় অস্ত্র ভান্ডারে এমন এক ব্রহ্মাস্ত্র রয়েছে, যা শত্রু দেশগুলির একেবারে হৃদপিন্ডে আঘাত করবে! বেশ কয়টি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের অগ্নি-5 হল MIRV টেকনোলজিতে তৈরি হওয়া এমন এক ক্ষেপণাস্ত্র যা কয়েক সেকেন্ডের মধ্যে পাকিস্তানের মতো শত্রু দেশগুলির একাধিক শহরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে।

জানা গিয়েছে, বৈশিষ্ট্যের দিক থেকে এটি মূলত স্বয়ংক্রিয়ভাবে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। ফলত, একবার টার্গেট ফিক্স হয়ে গেলে এটি শুধুমাত্র নির্দিষ্ট লক্ষ্য অঞ্চলে আঘাত হানে না সেই সাথে, পার্শ্ববর্তী শহরগুলিকেও ধুলোয় মিশিয়ে দেয়। বলে রাখি, ভারতের অগ্নি-5 ও অগ্নি প্রাইম দুই মিসাইলই MIRV মিসাইল টেকনোলজি নির্ভর। জানলে অবাক হবেন, ভারতীয় অস্ত্র ভান্ডারে সযত্নে গুছিয়ে রাখা এই দুই মিসাইল একসাথে 5,500 থেকে 5,800 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিজের ক্ষমতা দেখাতে পারে।

অবশ্যই পড়ুন: বিরাট সড়ক দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ২ ইস্টবেঙ্গল তারকা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত যদি এই মিসাইল শত্রুর উদ্দেশ্যে একবার ছেড়ে দেয় তবে, কয়েক মুহূর্তের মধ্যেই তা শত্রু দেশটির 14টি শহরকে একেবারে গিলে খাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মিশন দিব্যস্থ-র অধীনে গত বছরই এই দুই মিসাইলের টেস্টিং শেষ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের অগ্নি-5 মিসাইল মূলত তার নিশানায় পাকিস্তানের পাশাপাশি চিন ও ইউরোপের বেশ কয়েকটি দেশকে ধরতে পারে। তাহলেই বুঝুন প্রাণ নাশকটির ক্ষমতা কত!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group