সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। গত মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। তবে যারা কর্মসূত্রে দেশের বাইরে থাকেন বা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের জন্য অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু উল্লেখ করার বিষয়, অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আগে থেকেই এপিক নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Mobile Number Link with Voter Card) থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন।
কিন্তু এখনও এমন অনেক ভোটার কার্ডধারী রয়েছেন যারা ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারেননি। তাই অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে পড়ছেন সমস্যায়। কিন্তু নির্বাচন কমিশন এবার সেই সুযোগও করে দিয়েছে। হ্যাঁ, অনলাইনের মাধ্যমেই করা যাচ্ছে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক। কিন্তু কীভাবে করবেন তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অনলাইনেও করুন ভোটারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক
অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) যেতে হবে।
- এরপর নতুন ব্যবহারকারী হলে “Sign Up” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ক্যাপচা কোড লিখতে হবে।
- এরপর নিজের নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- তবে অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই ওটিপি ভেরিফাই করতে হবে।
- এরপর সেই মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
- এরপর আপনি হোমপেজে ৮ নম্বর ফর্ম দেখতে পাবেন।
- সেখানে ক্লিক করে “Self” নির্বাচন করতে হবে। তারপর “সাবমিট” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ভোটার তালিকার এন্ট্রি সংশোধন বিকল্পগুলি নির্বাচন করুন।
- এরপর ৮ নম্বর ফর্মটিতে সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে।
আরও পড়ুনঃ মশারি কেটে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ তারকেশ্বরে! ড্রেনে উদ্ধার রক্তাক্ত দেহ
অনলাইনেই হবে এসআইআর
যদি একবার আপনি এপিক নম্বরের সাথে নিজের মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিতে পারেন তাহলে খুব সহজেই বাড়িতে বসে এনুমারেশন ফর্ম ফিলাপ করে নিতে পারবেন। হ্যাঁ, বাড়িতে বিএলও-র সামনে যেভাবে অফলাইনে ফর্ম পূরণ করতে হয়, একদম সেভাবেই অনালাইনে ফর্ম পূরণ করে নিজের ফটো আপলোড করে দিলেই হবে। তবে উল্লেখ করার বিষয়, ফর্ম পূরণ করার সময় অবশ্যই নিজের ভোটার আইডি নম্বর, বিধানসভার নাম, নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি সঠিকভাবে ইনপুট করবেন। নাহলে সামান্য ভুল হলেই বাদ পড়তে পারেন ভোটার তালিকা থেকে।












