মিলবে বেশি পেনশন, নথি জমার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল EPFO

Published on:

epfo

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে সরকারি কর্মীদের জন্য রইল একদম তরতাজা খবর। কেন্দ্রীয় পেনশন (Pension) সংস্থা এবার একটি বিষয়ে সময়সীমা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল। এতে করে লাভবান হবেন কেন্দ্রের কোটি কোটি সরকারি কর্মী। আসলে বেশি পরিমাণে পিএফের পেনশন পেতে আবেদন করেছেন যে সব কর্মী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁদের আয়ের খতিয়ান জমা দিতে পারবে নিয়োগকারী সংস্থা EPFO।

আবেদনের সংখ্যা ছাড়াল ৩. ১ লক্ষ

WhatsApp Community Join Now

ইপিএফও-র তরফে জারি করা এক তথ্য অনুযায়ী, বেশি পেনশনের দাবিদারের সংখ্যা এখনো অবধি ৩.১ লক্ষ ছাড়িয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। শ্রম মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চ মজুরিতে পেনশনের বিকল্প বা যৌথ বিকল্পের বৈধতার জন্য আবেদন জমা দেওয়ার জন্য ইপিএফও একটি অনলাইন সুবিধা উপলব্ধ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য পেনশনভোগী বা সদস্যদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছিল। ইপিএফও এক বিবৃতিতে জানিয়েছে, “এত মেয়াদ বাড়ানো সত্ত্বেও দেখা গেছে যে বিকল্প বা যৌথ বিকল্পের বৈধতার জন্য ৩.১ লক্ষেরও বেশি আবেদন এখনও নিয়োগকর্তাদের কাছে মুলতুবি রয়েছে।”

কী বলছে ইপিএফও?

ইপিএফও জানিয়েছে, নিয়োগকর্তাদের ২০২৫ সালের ৩১ জানুয়ারি অবধি একটি চূড়ান্ত সুযোগ দেওয়া হচ্ছে যাতে নিয়োগকর্তারা বিকল্প / যৌথ বিকল্পগুলির বৈধতার জন্য এই আটকে থাকা আবেদনগুলি প্রক্রিয়া এবং আপলোড করেন তা নিশ্চিত করার জন্য। যাইহোক, EPFO ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ সালে সব নথি আপলোড করার জন্য একটি সুবিধা চালু করেছিল। ২০২৩ সালের ৩ মে’র মধ্যে তা শেষ করার কথা ছিল। এরপর কর্মচারী ও প্রতিষ্ঠানগুলোকে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত চার মাস সময় দেওয়া হয় এবং সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের ২৬ জুন করা হয়। এখন তাদের শেষ সুযোগ দেওয়া হয়েছে।

২০২২ সালের ৪ নভেম্বর সুপ্রিম কোর্ট তার এক রায়ে কর্মচারীদের উচ্চ বেতনে পেনশন দেওয়ার বিকল্প দিতে বলেছিল। এরপরই এই গোটা প্রক্রিয়া শুরু করে দেয় ইপিএফও।

সঙ্গে থাকুন ➥
X