EPFO নিয়ে ২০২৫-এ মিলতে পারে বড় সুখবর, জানুন লেটেস্ট আপডেট

Published:

epfo
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছরের প্রথম মাসেই কর্মীরা পেয়ে যেতে পারেন কোনো সুখবর। ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। আলোচনা শুরু হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে। RBI সহ অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে আলোচনার মাধ্যমে EPFO সদস্যদের জন্য নতুন পরিষেবা চালু করতে পারে মন্ত্রক। এই সুবিধা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে উপলব্ধ হতে পারে বলে আশা করা হচ্ছে।

EPFO নিয়ে বড় আপডেট

কর্মীদের মধ্যে বেড়েছে প্রভিডেন্ট ফান্ডে যোগ দেওয়ার প্রবণতা। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইপিএফে চলতি বছরের অক্টোবর মাসে ১৩.৪১ লক্ষ নতুন সদস্য যুক্ত হয়েছেন। শ্রম মন্ত্রণালয় দাবি করেছে, এই সংখ্যা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কর্মচারী বেনিফিট সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা প্রতিফলিত করে। অক্টোবরে যুক্ত হওয়া মোট নতুন সদস্যের মধ্যে ১৮-২৫ বছর বয়সীরা প্রায় ৫৮.৪৯%। নতুন যুক্ত হওয়া মোট সদস্যের মধ্যে প্রায় ২ লাখ ৯ হাজার মহিলা কর্মী।

সময়ের সঙ্গে ইপিএফও পরিষেবা আরো সরল করার চেষ্টায় রয়েছে মন্ত্রক। সব ঠিক থাকলে এটিএম মেশিন থেকেই টাকা তুলে নিতে পারবেন সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যরা। এটিএম থেকে ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া শুরু হলে সুবিধা পাবেন কর্মচারীরা। সে ব্যাপারেই রিজার্ভ ব্যাঙ্ক সহ দেশের অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। আশা করা হচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই পরিষেবা শুরু হয়ে যেতে পারে।

কী পদক্ষেপ কেন্দ্রের?

আরও একটা বিষয় নিয়েও সম্প্রতি জোর জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে ই-ওয়ালেটের ব্যাপারেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও কোনো সরকারী ঘোষণা করা হয়নি। প্রস্তাব আপাতত রয়েছে আলোচনার পর্যায়ে। আগামী দিনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারী কর্মীরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join