পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি হোক বা বেসকরারি কর্মীদের জন্য একেরপর এক ঘোষণা এসেই চলেছে। সম্প্রতি EPFO নিয়ে বড়সড় খবর মিলেছে। EPF এর স্যালারি লিমিট দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এবার ১৪.৪৩ কোটি দেশবাসীকে জন্য এল বড় ঘোষণা।
ESIC নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে ঘোষণা হয়েছে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) ও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে একত্রীভূত করা হবে। হ্যাঁ ঠিকই দেখছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমা ও ESIC-কে একসাথে লিঙ্ক করে দেওয়া হবে। এর ফলে দেশের প্রায় ১৪ কোটিরও বেশি মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারবে বলে মনে করা হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মন্ত্রী মানসুখ মান্ডব্যের মতে, এই সংযুক্তিকরণের ফলে কর্মীদের পরিবারের মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে।
ESI এর সুবিধা
যে সমস্ত কর্মীদের প্রতিমাসের বেতন থেকে ESIC এর জন্য টাকা কাটা হয় তাঁরা ১৬৫ টি হাসপাতাল ও ১৫৯০ ডিস্পেন্সারিতে স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। এছাড়াও প্রায় ২০০০ প্রাইভেট হসপিটালেও চিকিৎসা পাওয়া যায়।
ESIC ও PMJAY লিঙ্কের সুবিধা কি?
একবার ESI ও AB-PMJAY এর লিঙ্ক হয়ে গেলে কর্মচারীরা ESI হাসপাতালের পাশাপাশি অতিরিক্ত ৩০,০০০ হাসপাতালে চিকিৎসার সুবিধা পেতে পারবেন। তাছাড়া ইএসআই এর ক্ষেত্রে যেহেতু চিকিৎসার খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই মেডিক্যাল এমার্জেন্সির হাত থেকেও সুরক্ষিত থাকা যাবে।
প্রসঙ্গত, চালু হওয়ার পর থেকে কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদানের জন্য প্রতিনিয়ত হাসপাতালের সংখ্যা বেড়ে চলেছে। বিগত ১০ বছরেরই ESI হাসপাতালের সংখ্যা ৩৯৩ থেকে বেড়ে ৬৮৭ এ দাঁড়িয়েছে। আর এবার নতুন ঘোষণার ফলে একধাক্কায় হাজার হাজার হাসপাতাল যুক্ত হয়ে যাওয়ায় নিকটবর্তী হাসপাতালেই চিকৎিসার পরিষেবা পেতে পারবেন কর্মী ও যাদের পরিবারের লোকেরা।