Government Jobs: ESIC এর ১০৬ টি শিক্ষক পদে হচ্ছে নিয়োগ, বেতন ২ লাখ টাকা 

Published on:

ESIC recruitment

আপনিও কি একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। বর্তমান সময়ে একটা ভালো চাকরি পাওয়া মোটেও সহজ কাজ নয়। তার ওপর সেই চাকরি টিকিয়ে রাখা সেটা আরও বড় চ্যালেঞ্জের। যাইহোক, আপনিও যদি এতদিন ধরে একটা ভালো চাকরির পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর। এবার এক ধাক্কায় বেশ অনেকগুলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা গিয়েছে, এবার ESIC-তে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। আপনিও যদি ইএসআইসি-তে কাজ করতে আগ্রহী হন, তাহলে এখানে আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যারা চাকরি করতে উদ্যোগী তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট esic.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। এ জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদ সংখ্যা ও পদের নাম: ১০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে রয়েছে প্রফেসর (৯), অ্যাসোসিয়েট প্রফেসর (২১), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (৩০), সুপার স্পেশালিস্ট (৩৪) এবং সিনিয়র রেসিডেন্ট (১২)। আবেদনের শেষ তারিখ ৪ জুন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ESIC-এর জন্য আবেদন করার বয়সসীমা

ফেকাল্টি- ৬৭ বছর।
স্পেশালিস্ট রেগুলার/পার্ট টাইম – ৬৭ বছর।
সিনিয়র রেসিডেন্টস – ৪৫ বছর ।

শিক্ষাগত যোগ্যতা

ফেকাল্টি পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এনএমসি/এমসিআই-এর গাইডলাইন দেখতে হবে।
স্পেশালিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই এমবিবিএস ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
সুপার স্পেশালিষ্ট পদের জন্য আবেদনকারীর কাছেও এমবিবিএস ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র রেসিডেন্টস পদে আবেদনের জন্য প্রার্থীর কাছে পিজি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

বেতন কাঠামো

প্রফেসর- ২০১২১৩ টাকা,
অ্যাসোসিয়েট প্রফেসর- ১৩৩৮০২ টাকা।
অ্যাসিস্ট্যান্ট প্রফসর- ১১৪৯৫৫ টাকা।
সুপার স্পেশালিষ্ট (ফুল টাইম)- এন্ট্রি লেভেলে পাবেন ২০০০০০ এবং কনসালটেন্ট সিনিয়র লেভেলের ক্ষেত্রে পাবেন ২৪০০০০ টাকা।
সুপার স্পেশালিষ্ট (পার্ট টাইম)- এন্ট্রি লেভেলে পাবেন ১০০০০০ টাকা। এছাড়া কনসালটেন্ট সিনিয়র লেভেলের ক্ষেত্রে পাবেন ১৫০০০০ টাকা।
সিনিয়র রেসিডেন্টস পদে চাকরি পেলে আপনি বেতন পেতে পারেন ৬৭,৭০০ টাকা।

আবেদন ফি

সাধারণ শ্রেণির আবেদনকারীদের ২২৫ টাকা ফি দিতে হবে। কিন্তু মহিলা প্রার্থী থেকে শুরু করে SC/ST/ESIC, এক্স সার্ভিসম্যান এবং পিএইচ প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

কোথায় আবেদন জানাবেন

যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাঁদের ৪ জুন সকাল ৯টার মধ্যে একাডেমিক ব্লক, ESIC MCH, Desula Miya, Alwar, Rajasthan – 301030-এ নথি যাচাইয়ের জন্য যেতে হবে সকাল ১১টার মধ্যে ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group