বিক্রম ব্যানার্জী, কলকাতা: 26/11 মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) গতকালই আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA-র বিশেষ আদালতেই বিচার প্রক্রিয়া চলবে তাঁর। এমতবস্থায়, ভারতের জাত শত্রু তথা কুখ্যাত জঙ্গি রানাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে একেবারে আটঘাট বেঁধে নামছে ভারতের তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, মুম্বই সন্ত্রাসী হামলার মাথা রানাকে যোগ্য শাস্তি দিতে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই নাকি পোড় খাওয়া আইনজীবী দয়ান কৃষ্ণনাইকে নিয়োগ করেছে NIA। মনে করা হচ্ছে, তিনিই রানার বিরুদ্ধে আদালতে লড়বেন। এখন প্রশ্ন, আদালতে রানার পক্ষে সওয়াল করবেন কে? কাকে নিয়োগ করা হবে কুখ্যাত জঙ্গির আইনজীবী হিসেবে?
রানার আইনজীবী কে?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম কারিগর তাহাউর রানার পক্ষে আদালতে লড়াই করবেন দিল্লি লিগাল সার্ভিসের বিশেষ আইনজীবী পীযূষ সচদেব। হ্যাঁ, সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর বিপক্ষে সাওয়াল করে রানার শাস্তি লঘু করার চেষ্টা করবেন তিনি।
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম অনুযায়ী, গতকালই তাহাউর রানাকে জাতীয় তদন্তকারী সংস্থার বিচারক চন্দ্রজিত সিংয়ের আদালতে হাজির করার কথা ছিল। জানিয়ে রাখি, 26/11 মুম্বই হামলার অন্যান্য মামলা এবং মূল মামলার জন্য অ্যাডভোকেট নরেন্দ্র মানকে বিশেষ পাবলিক প্রসিকিউটার হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্র।
অবশ্যই পড়ুন: বলি দিতে যাওয়া পরিবারের গাড়ি পড়ল নদীতে, ৪ জনের মৃত্যু! প্রাণে বাঁচল ‘পাঁঠা’
কোমড় বেঁধে রানাকে ভারতীয় বিমানে তোলা হয়..
সন্ত্রাসবাদ দমনে চিরকালই ভারতের সুরে সুর মিলিয়ে গিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার মুম্বই হামলার অন্যতম মাথা রানাকে ভারতে পাঠানোর প্রক্রিয়া শেষ হতেই বিবৃতি জারি করে আমেরিকা জানিয়ে দেয় সে কথা।
ট্রাম্প রাষ্ট্রের তরফে জানানো হয়, সন্ত্রাসীদের ধ্বংস করতে আমেরিকা চিরকালই ভারতের পাশে ছিল। সম্প্রতি রানাকে ভারতীয় বিমানে তোলার পূর্ব মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রীর কোমরে চেন বেঁধে তাঁকে বিমানে তুলে দিচ্ছেন আমেরিকার মার্শালরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |