বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুজরাতের কচ্ছে চলছিল নকল কোলগেট টুথপেস্টের কারবার। জানা যাচ্ছে, কচ্ছের একটি কারখানায় বিপুল পরিমাণে নকল কোলগেট টুথপেস্ট তৈরি করছিলেন কিছু অসাধু চক্র (Fake Colgate Toothpaste Factory)। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় হানা দেয় গুজরাত পুলিশ। এরপরই রাজেশ মাকওয়ানা নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথেই নকল টুথপেস্ট, প্যাকিং করার একাধিক উপকরণ, বেশকিছু মেশিন ও উৎপাদন সরঞ্জাম মিলিয়ে লক্ষাধিক টাকার পণ্য জব্দ করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে নকল টুথপেস্টগুলি বিক্রি করা হচ্ছিল বাজারে
গুজরাত পুলিশ সূত্রে খবর, কচ্ছের ওই কারখানা থেকে নকল কোলগেট টুথপেস্টগুলি তৈরি হয়ে চলে যেত দেশের বিভিন্ন রাজ্যের বাজারে। জানা গিয়েছে, ওই নকল টুথপেস্টগুলি তৈরির জন্য একেবারে সস্তা এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে তড়িঘড়ি অসাধু চক্র ভাঙে পুলিশ।
রিপোর্ট অনুযায়ী, ওই কারখানা থেকে নকল কোলগেট টুথপেস্ট, দামি মেশিন, অন্যান্য টুথপেস্ট তৈরির উপকরণ সহ বেশ কয়েকটি মূল্যবান জিনিস মিলিয়ে প্রায় 9.43 লক্ষ টাকার পণ্য উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, খুব শীঘ্রই ওই কারখানাটিকে পুরোপুরি সিল করে দেওয়া হবে।
गुजरात के कच्छ में पकड़ाई नकली कोलगेट टूथपेस्ट बनाने की फैक्ट्री pic.twitter.com/2ZY8Spp4PD
— VIKRAM (@Gobhiji3) October 11, 2025
একাধিক অভিযুক্তের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা
গুজরাতের নকল কোলগেট টুথপেস্ট কারখানার খবর প্রকাশ্যে আসতেই অনেকেই বলছেন, ‘টুথপেস্ট এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র নকল করা কিংবা ভেজাল মেশানোর বিষয়টি কিন্তু শুধুমাত্র প্রতারণা নয়, এগুলো ধীরে ধীরে মানুষের শরীরে বিষ ঢুকিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কৌশলও বটে।’ নকল টুথপেস্টের খবর প্রকাশ্যে আসতেই বাজার থেকে টুথপেস্ট কেনার আগে সতর্ক হয়েছেন অনেকেই। এ প্রসঙ্গে এক ক্রেতা বলেন, ‘কোলগেট সংস্থার উপর আমাদের একটা ভরসা রয়েছে। কিন্তু সেই কোম্পানির টুথপেস্টেরই যখন নকল হচ্ছে, তবে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।’
অবশ্যই পড়ুন: দিল্লি টেস্টেও ভারতের সামনে নতজানু ওয়েস্ট ইন্ডিজ! এড়ানো গেল না ফলোঅন
উল্লেখ্য, গুজরাতের কারখানায় নকল টুথপেস্টের কারবার চালানোর অভিযোগে ইতিমধ্যেই রাজেশ দিয়াভাই মাকওয়ানা, সুরেশ মহেশমী, নাতওয়ার আজাভাই গোহিল এবং নরপত ওরফে নারুর বিরুদ্ধে জালিয়াতি, কপিরাইট লঙ্ঘন, ভোক্তা স্বাস্থ্যকে বিপন্ন করার মতো অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলার রুজু হয়েছে। এদিকে, রাজ্যের আর কোথাও এমন জাল টুথপেস্টের কারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই জোর-কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।