পরনে চালকের পোশাক, আইকার্ড! কালকা মেলের ইঞ্জিন থেকে গ্রেফতার ভুয়ো লোকো পাইলট

Published:

kalka mail fake loco pilot
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলওয়ে সম্পর্কিত একটি চমকে দেওয়ার খবর সামনে উঠে এল। এক ব্যক্তি নিজেকে লোকো পাইলট বলে কালকা মেইলে (Kalka Mail Fake Loco Pilot) ভ্রমণ করছিলেন। কিন্তু তারপরে তাঁর সঙ্গে যা ঘটল এবং রেলের তদন্তে যা উঠে এল তা আরও ভয়ানক। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ইটাওয়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনী (জিআরপি) কালকা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে এক যুবককে গ্রেফতার করেছে। আর ওই ব্যক্তির অপরাধ গুরুতর।

গ্রেফতার ভুয়ো লোকো পাইলট

রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তি নিজেকে কালকা এক্সপ্রেসের লোকো পাইলট বলে দাবি করে। সবথেকে বড় কথা, ওই যুবকের গায়ে ছিল রেলের পোশাক এবং সঙ্গে ছিল ভুয়ো আইডি কার্ডও। তাঁর হাতে ছিল সবুজ ও লাল পতাকাও। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। প্রকৃতপক্ষে ঘটনার দিন ট্রেন পরিচালনার মূল দায়িত্ব ছিল লোকো পাইলট রাজেন্দ্র কুমারের কাঁধে। এরপর ইঞ্জিনে থাকা সন্দেহজনক যুবক রাজেন্দ্রের সন্দেহ জাগিয়ে তোলে। সন্দেহ হওয়ায় রাজেন্দ্র ওই যুবককে রেলওয়ের যান্ত্রিক সমস্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং যখন ওই যুবক স্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হলে তৎক্ষণাৎ রেলের ওপর মহলকে খবর দেওয়া হয়।

তদন্ত শুরু রেলের

এরপর নির্দেশ অনুযায়ী ট্রেনটিকে ইটাওয়া স্টেশনে দাঁড় করানো হয় এবং ওই যুবককে নামানো হয়। এরপর খবর পেয়ে জিআরপি টিম ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে ধরে ফেলে। তদন্তে জানা যায় যে, যুবকের নাম আকাশ কুমার, ফিরোজাবাদ জেলার কৌশল্যা নগরের বাসিন্দা। আকাশ মাত্র দশম শ্রেণী পাস করেছে এবং গত দুই বছর ধরে ভুইয়ো লোকো পাইলট হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণ করছিল। তার কাছ থেকে একটি ইউনিফর্ম, ভুয়ো আইডি কার্ড, নেমপ্লেট, পতাকা এবং একটি লগবুক উদ্ধার করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ জানায় যে, ট্রেনের ভাড়া বাঁচাতে এবং অন্যদের প্রভাবিত করার জন্য সে লোকো পাইলট হিসেবে নিজেকে প্রেজেন্ট করত। তার এক বন্ধু ছিল যে রেলওয়ে চালক ছিল এবং তার কাছে একটি ইউনিফর্ম অবধি ছিল এবং তার নথিপত্র ছিল। আকাশ স্বীকার করেছে ধীরে ধীরে, সে বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে শুরু করে। জিআরপি আকাশকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে ইতিমধ্যে। আকাশের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join