শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ অপেক্ষার অবসান, মঙ্গলবার লোকসভায় পাশ বয়ে গেল ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪ (Banking Laws (Amendment) Bill 2024)। এর ফলে ব্যাঙ্কিং নিয়মে বড় ধরনের পরিবর্তন আসবে। আপনারও যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা ব্যাঙ্কের বই করবেন বলে ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
লোকসভায় পাশ ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল
লোকসভায় যে নতুন বিলটি পাশ হয়েছে সেটার দরুণ আগামী দিনে গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং কার্যক্রম আরও সহজ হবে। সবচেয়ে বড় পরিবর্তনটি হ’ল আপনি এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের জন্য চারজনকে নমিনি করতে পারেন। আগে মাত্র একজনকে নমিনি করা যেত। কোভিড-১৯ মহামারির সময় অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর অর্থ বিতরণে যে জটিলতার সম্মুখীন হতে হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। এতে পরিবারগুলোর পক্ষে টাকা পাওয়ার পথ আরও সহজ হবে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ায় জটিলতাও কমবে।
বড় উদ্যোগ কেন্দ্রের
মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে সর্বাধিক চারজন নমিনি রাখার অনুমতি দেওয়া হয়েছে। মনোনয়ন দেওয়ার দুটি উপায়ও থাকবে। একটি হলো মনোনয়নপ্রত্যাশীদের একসঙ্গে একটি নির্দিষ্ট অংশ দেওয়া। দ্বিতীয়ত, মনোনীতদের একটি শ্রেণিবিন্যাসে রাখা। আপনি কোন বিকল্পটি বেছে নেবেন তা আপনার উপর নির্ভর করে।
বিল উত্থাপন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এই বিল সংসদের নিম্নকক্ষে ধ্বনি ভোটে অনুমোদিত হয়। বিল নিয়ে বিতর্কের জবাবে সীতারমন বলেন, আমানতকারীদের ধীরে ধীরে বা এককালীন মনোনয়নের সুবিধা থাকবে। লকার সুবিধা গ্রহণকারী গ্রাহকদের কাছে কেবল ক্রমিক তালিকাভুক্তির বিকল্প থাকবে।