Indiahood-nabobarsho

আরও সহজ উত্তরবঙ্গ ভ্রমণ, সময়ও লাগবে কম! বিরাট সুখবর দিল রেল

Published on:

nfr

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলওয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করছে। দেশের সংযোগে ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটা বলাই বাহুল্য। এই কারণে ভারতীয় রেলওয়েকে দেশের লাইফলাইন বলা হয়। যাত্রীদের ট্রেনে যাতায়াতের সময় কোনো অসুবিধা না হয়, তাই ভারতীয় রেল একের পর এক পদক্ষেপ নিচ্ছে। যার মধ্যে অন্যতম হল ইলেকট্রিক লোকোমোটিভ আনা। এর ফলে যাত্রার সময় একদিকে যেমন কমবে ঠিক তেমনই যাত্রীদের ভ্রমণের সংজ্ঞাও বদলে যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় পদক্ষেপ রেলের

সকলের সুযোগ সুবিধার কথা ভেবে বর্তমানে বড় উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR)। রেলের তরফে এখন এমন কিছু কাজ করা হচ্ছে যার ফলে আগামী দিনে আরও উন্নত হবে রেল ব্যবস্থা। জানা গিয়েছে, এই উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে আরও মোট ৫টি রুটে ইলেকয়ট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। যার ফলে কিছু সময়ের মধ্যেই গর্বের সঙ্গে মাথা উচু করে ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চলাচ শুরু হবে। এর ফলে ট্রেনের গতি আরও বেশ খানিকটা বাড়বে বলে আশাবাদী উত্তর-পূর্ব সীয়ান্ত রেলওয়ে।

উত্তরবঙ্গ যাওয়া হবে আরও সহজ

সবথেকে বড় কথা, এই বিশেষ কাজ সম্পন্ন হলে আগামী দিনে উত্তরবঙ্গ ভ্রমণ করা আরও জলভাতের সমান হয়ে যাবে। কারণ রেলের নজরে উত্তরবঙ্গের বেশ কিছু স্টেশন রয়েছে। নিউ কোচবিহার থেকে বক্সিরহাট, বক্সিরহাট থেকে ধুবড়ি, নিউ মাল জংশন থেকে ময়নাগুড়ি রোড, নিউ কোচবিহার থেকে বামনহাট এবং ফকিরগ্রাম থেকে গোলকগঞ্জ পর্যন্ত রুটে এই ইলেকট্রিফিকেশনের কাজ সম্প্রতি শেষ করা হয়েছে। এতদিন ২২টি সেকশনের মধ্যে এই ৫টি রুটে কাজ বাকি ছিল। কিন্তু এখন সেই কাজও শেষ হয়েছে। ফলে ট্রেন চলাচলে আর বাধা নেই তেমন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভিডিও গেমের দৃশ্য দেখিয়ে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি! চরম মিথ্যাচার বাংলাদেশের

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের মোট পাঁচটি সেকশনে ওই কাজ শেষ করা হয়েছে। মাস খানেকের মধ্যেই ওসব জায়গায় ইলেকট্রিক ট্রেন ছুটবে। রেল সূত্রে খবর, নিউ কোচবিহারে-বক্সিরহাট রুটে ৩০.২৬ কিমি, বক্সিরহাট-ধুবড়ি লাইনে ৪৮.২৩ কিমি, নিউ মাল জংশন-ময়নাগুড়ি রোড রুটে ৪১ কিমি, নিউ কোচবিহার-বামনহাট লাইনে ৪৯.৮১ কিমি এবং ফকিরগঞ্জ-গোলকগঞ্জ রুটে ৪৫.০৫ কিমি করে রেলপথকে ইলেকট্রিফিকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group