বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ট্রাফিক আইন নিয়ে কঠোর হয়েছে ভারত সরকার। একাধিক নয়া নিয়ম জারি করার পাশাপাশি জরিমানার অঙ্কও কয়েক গুণ বাড়ানো হয়েছে। মূলত পথ দুর্ঘটনা এড়াতে ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধ করতে জরিমানা অর্থাৎ মোট অঙ্কের চালানের চল রয়েছে দেশের সর্বত্রই।
কিন্তু তা জানা সত্ত্বেও, অনিয়ন্ত্রিত ড্রাইভিং ও ট্রাফিক আইন লঙ্ঘন করে মোটা টাকার দণ্ডি গোনেন অনেকেই। তবে এমন কিছু উপায় (Driving Tips) রয়েছে, যা মেনে চললে ট্রাফিক পুলিশ তো দূর ক্যামেরাও ই চালান কাটতে পারবে না। সহজ ভাষায় বলি, প্রতিবেদনে উল্লেখিত নিয়মগুলি মেনে চললে মোটা অঙ্কের জরিমানা থেকে সহজেই বাঁচতে পারবেন আপনি।
এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন
অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো যাবে না
প্রযুক্তির হাত ধরে বর্তমানে রাজ্য তথা দেশের ট্রাফিক আইন এখন আরও কঠিন হয়েছে। মূলত রাফ ড্রাইভিং অর্থাৎ দ্রুতগতিতে গাড়ি চালালে সিসিটিভি থেকেই বাড়িতে ই চালান পৌঁছে যায়। যদিও ট্রাফিক পুলিশের তরফে বারংবার দ্রুত গতিতে গাড়ি চালানো নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে। তাতেও হুঁশ ফেরে না চালকদের। আর সে কারণেই দ্রুত ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাড়ছে জরিমানার অঙ্ক।
তাই জরিমানা এড়াতে এবার থেকে নির্দিষ্ট গতিতে গাড়ি চালান। এক্সপ্রেসওয়ে হলে ঠিক আছে, তবে অন্যান্য রাস্তা বিশেষত আবাসিক এলাকা, স্কুল, কলেজ কিংবা জনাকীর্ণ এলাকায় কখনই হাই স্পিডে গাড়ি চালাবেন না। এই পন্থা অবলম্বন করে নিজের প্রাণ ভোমরা অক্ষত রাখার পাশাপাশি জরিমানা থেকেও সহজেই বাঁচতে পারবেন আপনি।
ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না
এমন অনেকেই রয়েছেন, বাইক বা ফোরহুইলার ড্রাইভ করতে করতেই কানে স্মার্টফোন গুঁজে কলের অপরপ্রান্তে থাকা ব্যক্তির সাথে গল্প জুড়ে দেন, অনেকে আবার ড্রাইভিংয়ের সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে ব্যস্ত থাকেন। ভারতীয় ট্রাফিক আইন বলছে, এতে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। তাই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে এই ধরনের অভ্যাস আজই বদলে ফেলুন।
গাড়ির কাগজপত্র ঠিক রাখুন
একজন সচেতন ও বৈধ নাগরিক হওয়ায় স্বার্থে বৈধ ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের মতো নথিগুলি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ট্রাফিক আইন মেনে গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে সেই যন্ত্রাংশ অর্থাৎ জ্বালানি বা ব্যাটারি চালিত ফোরহুইলার বা টু হুইলারটির প্রয়োজনীয় কাগজপত্র আপটুডেট করে রাখা আবশ্যিক। সেই সাথে চালকের কাছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় মোটা অঙ্কের জরিমানা হতে পারে। প্রয়োজনে চালকের গাড়ি সিজও হয়ে যেতে পারে।
সিটবেল্ট পরুন
ভারতে প্রতিদিন শুধুমাত্র সিট বেল্ট ছাড়া ড্রাইভিংয়ের কারণে কয়েক হাজার মানুষকে মোটা জরিমানা গুনতে হয়। তাই এখন থেকে ড্রাইভ করার আগে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। এতে প্রাণহানির আশঙ্কা যেমন কমে তেমনই মোটা অঙ্কের জরিমানা থেকেও রেহাই পাওয়া যায়।
অবশ্যই পড়ুন: ৬.৭৫% সুদ, মোটা রিটার্ন সহ ৫ লাখের ক্যাশলেস স্বাস্থ্য বীমা! নতুন স্কিম ইউনিয়ন ব্যাঙ্কের
প্রসঙ্গত, উপরিউক্ত নিয়মগুলি ছাড়াও হেলমেট ছাড়া ড্রাইভিং, ট্রাফিক সিগনাল ব্রেকিং থেকে শুরু করে রাস্তায় অন্য গাড়ির সাথে রেষারেষির মতো বিষয়গুলির কারণে প্রতিদিন ভারত তথা বিশ্বের নানান প্রান্তে পথ দুর্ঘটনা শিকার হন অনেকেই। আর এই সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে মোট অঙ্কের চালান জারি করে পুলিশ। কাজেই একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় ট্রাফিক আইনের সমস্ত নিয়ম মেনে ড্রাইভিং করলে ট্রাফিক পুলিশ দেখে বুক ধুকপুকুনি যেমন কমবে তেমনই পকেটের যন্ত্রনাও লঘু হবে নিমেষেই।