সেনা জওয়ানদের নিয়ে প্রথমবার শ্রীনগর পৌঁছল ট্রেন! ইতিহাস সৃষ্টি রেলের

Updated on:

সহেলি মিত্র, কলকাতা: নতুন করে রেকর্ড গড়ল ভারতীয় রেল। এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র দেশ। প্রথমবারের মতো দিল্লি থেকে ৮০০ সেনা বহনকারী একটি ট্রেন শ্রীনগরে পৌঁছেছে। ট্রেনটি দিল্লি থেকে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা (USBRL) রেল সংযোগের মাধ্যমে শ্রীনগরে পৌঁছেছে। ট্রেনটি বিশেষভাবে নিরাপত্তা বাহিনীর জন্য চালানো হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দিল্লি থেকে শ্রীনগর পৌঁছাল ট্রেন

রেল সূত্রে খবর, ট্রেনটিতে প্রায় ৮০০ সেনা জওয়ান যাত্রী হিসেবে সওয়ার ছিলেন। এই প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী বহনকারী একটি ট্রেন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ এবং দেশের প্রথম কেবল স্টে ব্রিজ অতিক্রম করল। আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়া শ্রী অমরনাথ যাত্রার জন্য কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, রেলওয়ে বোর্ড নিরাপত্তা বাহিনীর জন্য এই বিশেষ ট্রেনটি পরিচালনা করেছে।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮টায় কাটরা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি শ্রীনগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর রাত দশটার দিকে এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের মধ্য দিয়ে অতিক্রম করে। আর প্রথমবারের মতো USBRL-এ পুরো রুটে একটি ট্রেন চলল। দেশের মানুষ দীর্ঘদিন ধরে কাটরা-শ্রীনগর রেলপথের জন্য অপেক্ষা করছেন। এই লাইনের মাধ্যমে, মানুষ কম খরচে কাটরা থেকে সরাসরি শ্রীনগরে পৌঁছাতে পারবে। এই লাইনটি গত মাসের ১৯ এপ্রিল উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্বোধন স্থগিত করা হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেকর্ড গড়ল ভারতীয় রেল

বুধবার ভারতীয় রেলপথ এই রুটে প্রথম বিশেষ ট্রেন পরিচালনা করেছে, যা দিল্লি এবং কাজীগুন্ডের মধ্যে চলাচল করেছিল। এই বিশেষ ট্রেনে করে ভারতীয় সৈন্যদের পরিবহন করা হত। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো, পুরো রুটে একটি ট্রেন চলাচল করেছে।

কাটরা থেকে এই ট্রেনটি কাজিগুন্ডা পৌঁছেছিল। এটি শ্রীনগরের কাছে প্রধান রেলওয়ে স্টেশন। এখান থেকে শ্রীনগরের দূরত্ব ৭৩ কিমি। হয়। বুধবার সকালে ট্রেনটি ছেড়ে রামবান জেলার সাঙ্গালদান রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যায়। শ্রীনগরে সেনা জওয়ানদের নামানোর পর, ট্রেনটি একই দিন বিকেল ৫.১১ মিনিটে সাঙ্গালদান স্টেশন দিয়ে ফিরে আসে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group