শ্বেতা মিত্র, শ্রীনগরঃ জঙ্গি দমন অভিযানে ফের একবার বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। একদিকে যখন ২০২৪ সাল শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে সেখানে তখন অন্যদিকে কাশ্মীর উপত্যকায় এক ধাক্কায় ৫ জন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনার জওয়ানরা। যদিও জঙ্গিদের করা অতর্কিত হামলায় আহত হয়েছেন ভারতীয় সেনা দুজন জওয়ানও। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।
বড় সাফল্য পেল সেনা
বৃহস্পতিবার কুলগামের বেহিবাগ এলাকার কাদের এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। বুধবার রাতে কাদ্দার এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। জঙ্গিরা ঘিরে ফেলা মাত্রই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।
সেনার তরফে জানানো হয়েছে, পরবর্তী এনকাউন্টারে পাঁচ জঙ্গি নিহত হয়। সংঘর্ষে দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
কী জানাল ভারতীয় সেনা?
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগামের কাদের এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনারা জঙ্গিদের চ্যালেঞ্জ করে। জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পরে পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। এদিকে এই গুলি চালানোর ঘটনা এই পাল্টা আহত হন ভারতীয় সেনা দুজন জমানো যদিও দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানানো হয়েছে, অভিযান এখনো চলছে। কাদের এলাকায় কোনও জঙ্গি আরো লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়ে এখন চলছে।