বিক্রম ব্যানার্জী, কলকাতা: মূলত উৎসবের মরসুমে এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া প্রায় দুষ্কর হয়ে দাড়ায়। লাখ লাখ যাত্রীর হুড়োহুড়ির মাঝে কনফার্ম টিকিট পাওয়া একপ্রকার দুঃসাধ্য। ফলত, এইসময়ে তাড়াহুড়োর বসে বিকল্প হিসেবে খোলা থাকে তৎকাল টিকিটের (Tatkal Ticket) ব্যবস্থা। অনেকেই জানেন না কীভাবে তৎকাল টিকিট বুক করতে হয়।
আবার এমন অনেকেই রয়েছেন যাঁরা তৎকাল টিকিট বুক করার পদ্ধতি জানলেও তা নিশ্চিত করতে দীর্ঘ সময় লেগে যায়। তবে আজকের প্রতিবেদনে এমন 5টি উপায় রইল যার দরুণ অন্যান্যদের থেকে অনেক তাড়াতাড়ি তৎকাল টিকিট বুক করতে পারবেন আপনি। দেখে নিন সহজ পদ্ধতিগুলি।
দ্রুত তৎকাল টিকিট বুক করতে মেনে চলুন এই নিয়মগুলি
ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা যাচাই করুন
ভারতীয় রেলের তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন। কেননা তৎকাল টিকিট বুক করার জন্য এমনিতেই 1 থেকে 2 মিনিট সময় পাওয়া যায়। ফলত, অল্প সময়ের মধ্যে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই অনলাইনে তৎকাল টিকিট বুক করার আগে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা যাচাই করে দেখুন।
লগইন ও টিকিট বুকিংয়ের সঠিক সময় জানুন
এমন অনেকেই রয়েছেন যারা দিনের যেকোনও সময় এমনকি অধিক রাতেও অনলাইনে ট্রেনের তৎকাল টিকিট বুক করার চেষ্টা করেন। তবে এই অভ্যাসে লাভের লাভ হয় কি? আসলে তৎকাল টিকিট বুকিংয়ের আগে লগইনের সঠিক সময় জেনে নেওয়া উচিত। রেল সূত্রে খবর, এসি কোচের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ের সময় প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয় ও স্লিপার কোচের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ের সময় শুরু হয় সকাল 11টা থেকে। তাই এই নির্দিষ্ট সময়ের অন্তত দুই থেকে তিন মিনিট আগে নিজের IRCTC অ্যাকাউন্টে লগইন করে নিন।
মাস্টার লিস্ট
ভারতীয় রেলের অনলাইন ওয়েবসাইট IRCTC যাত্রীদের জন্য মাস্টারলিস্ট নামক একটি বিশেষ সুবিধা চালু রেখেছে। এই মাস্টার লিস্ট হল যাত্রীদের তথ্যের একটি তালিকা যা ব্যবহার করে যাত্রীরা মূলত তাদের তৎকাল টিকিট বুকিং করেন।
UPI পেমেন্ট করুন
দ্রুত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য কখনই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অপশন সিলেক্ট করবেন না। তৎকাল টিকিট বুক করতে এমনই অল্প সময় পাওয়া যায়, তাই দ্রুত পেমেন্টের জন্য অবশ্যই UPI পেমেন্ট অপশন বেছে নিন। এতে সময় অনেকটাই বেঁচে যাবে।
অবশ্যই পড়ুন: ফের চমক! আকাশছোঁয়া সোনার দাম, সঙ্গে রুপোও হাঁকাচ্ছে ছক্কা! আজকের রেট
স্টেশন থেকে তৎকাল টিকিট কাটতে পারেন
ভারতীয় রেলের অনলাইন ওয়েবসাইট IRCTC ছাড়াও শিয়ালদহ ও হাওড়ার মতো জংশন স্টেশনগুলি থেকে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে তৎকাল টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি স্টেশনের কাছাকাছি থাকেন তবে এই পন্থা অবলম্বন করা যেতে পারে। তাছাড়াও আগে থেকে তৎকাল টিকিট কেটে রাখতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |