দিনে মিলবে ২০০ টাকার পেট্রোল! জ্বালানি নিয়ে রেশনিং ব্যবস্থা চালু রাজ্য সরকারের

Published on:

petrol pump filling station

শ্বেতা মিত্রঃ উৎসবের মরসুম কাটতে না কাটতেই চরম সমস্যার মুখে পড়লেন রাজ্যের মানুষ। মূলত পেট্রোল সমস্যার সম্মুখীন হচ্ছেন ত্রিপুরা রাজ্যের মানুষজন। আসলে ত্রিপুরার খাদ্য ও সরবরাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার বলেছেন যে, সরকার ১০ নভেম্বর থেকে পেট্রোলের রেশনিং করা শুরু করবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ও বদরপুর সেকশনের মধ্যে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পরে রাজ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকে ২০০ টাকার পেট্রোল | Petrol Rationing In Tripura |

WhatsApp Community Join Now

ত্রিপুরার মন্ত্রী জানিয়েছেন, রবিবার থেকে দু’চাকার গাড়ির মালিকরা প্রতিদিন ২০০ টাকার পেট্রোল পাবেন, তিন চাকার গাড়ি ৪০০ টাকার পেট্রোল পাবেন এবং চার চাকার গাড়ি ১০০০ টাকার পেট্রোল পাবেন।

ত্রিপুরার খাদ্য ও সরবরাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ফেসবুক’-এ পোস্ট করেছেন যে লামডিং এবং বদরপুরের মধ্যে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রাজ্যে জ্বালানি সঞ্চয়ের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। তাই রবিবার থেকে জ্বালানি, বিশেষ করে পেট্রোল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। গত ৩১ অক্টোবর লামডিং ও বদরপুর সেকশনের মাঝে জ্বালানিবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় পাঁচ কিলোমিটার লাইনচ্যুত হয়ে প্রায় পাঁচ কিলোমিটার লাইনচ্যুত হওয়ার পর ত্রিপুরায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে।

কবে পুনরুদ্ধার হবে রেলপথ?

ত্রিপুরার খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেছেন যে তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন, যিনি আশ্বাস দিয়েছেন যে ১৩ নভেম্বরের মধ্যে রেলপথটি পুরোপুরি পুনরুদ্ধার করা হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে লামডিং ও বদরপুরের মধ্যে মালবাহী ট্রেন চলাচল আংশিক প্রভাবিত হয়েছিল, তবে যাত্রী পরিষেবা স্বাভাবিকভাবে চলছে।

সঙ্গে থাকুন ➥
X