ভারতে প্রত্যাবর্তন ফোর্ডের! বিনিয়োগ করবে ৩,২৫০ কোটি

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের টানাপোড়নের মাঝে এদেশে প্রত্যাবর্তন হচ্ছে মার্কিন গাড়ি নির্মাণকারী সংস্থা ফোর্ড মোটর কোম্পানির (Ford Returns To India)। জানা যাচ্ছে, 122 বছরের প্রাচীন এই প্রতিষ্ঠান চেন্নাইয়ে প্রায় 3,250 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। সেই মর্মেই, তামিলনাড়ু সরকারের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে সংস্থাটি।

ভারতে গাড়ি নির্মাণে বিরাট পরিকল্পনা ফোর্ডের

একাধিক রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার তামিলনাড়ুর ডিএমকে সরকারের সাথে একটি এমওইউ চুক্তিতে স্বাক্ষর করে মিশিগানের সংস্থা ফোর্ড। এরপরই বিবৃতি দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব ভারতীয়দের দক্ষতাকে ব্যবহার করে এ দেশেই গাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। যা মূলত সংস্থাটির কৌশলগত সিদ্ধান্ত।

সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ভারতের মাটিতে গাড়ি নির্মাণের জন্য আগামী দু মাস উৎপাদনের উপযুক্ত জায়গা খুঁজে বের করার উপর জোর দেবে তারা। জায়গা খুঁজে পাওয়া গেলেই সেখানে তৈরি হবে নতুন কারখানা। রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনা মোতাবেক সবকিছু হলে কারখানা তৈরি করার পর 2029 সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ওই প্ল্যান্ট থেকে পুরোদমে উৎপাদন শুরু করে দেবে ডোনাল্ড ট্রাম্পের দেশের এই গাড়ি নির্মাণকারী সংস্থাটি। সূত্রের খবর, একটি কারখানায় এক বছরে অন্তত 2.35 লক্ষ ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে ফোর্ড। এও শোনা যাচ্ছে, চেন্নাইয়ের ওই কারখানা থেকে উৎপাদিত ইঞ্জিনগুলি বিদেশেও রপ্তানি করা হবে।

ফোর্ডের নতুন কারখানায় কাজ পাবেন বহু ভারতীয়

পিটিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে উৎপাদনের স্থান খুঁজে বের করার পর সেখানে কারখানা তৈরি করা গেলে, শুরুতেই ওই কারখানায় অন্তত 600 জন কর্মীকে নিয়োগ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তাঁদের মধ্যে প্রত্যেকেই হবেন ভারতীয়। শোনা যাচ্ছে, প্রাথমিক পর্বে নিয়োগের পর পরবর্তীতে ধাপে ধাপে চাহিদা অনুযায়ী স্থানীয় বহু মানুষ ওই সংস্থায় কাজের সুযোগ পাবেন।

অবশ্যই পড়ুন: KKR ভক্তের এভারেস্ট জয়! ভালোবাসা কাকে বলে বোঝালেন নবদ্বীপের অশোক চক্রবর্তী

প্রসঙ্গত, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সমস্যা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। এদিকে মুখে বন্ধু বলে চেঁচালেও ভারতের উপর ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক সেই আবহে, দীর্ঘ 4 বছরের মাথায় মার্কিন গাড়ি নির্মাণকারী সংস্থা ফোর্ডের ফের ভারতে ফেরার বিষয়টি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। যেখানে বারবার আমেরিকার প্রেসিডেন্ট ঘরোয়া উৎপাদনের ওপর জোর দিতে বলছেন, সেই পর্বে প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও অ্যাপেলের পর মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির এমন পদক্ষেপ ভারতের কাছেও যথেষ্ট প্রশংসনীয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join