বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক রপ্তানি ক্ষেত্রে খেল দেখাচ্ছে ভারত! সাম্প্রতিক বছরগুলিতে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টগুলি (Made In India Product) ব্যাপক পছন্দ করছেন বিদেশিরা। আর সেই সব পণ্যের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারতে তৈরি স্মার্টফোনগুলি। হ্যাঁ, একদম ঠিকই জানলেন।
2024-25 আর্থিক বছরে স্মার্টফোন রপ্তানিতে একটি নতুন মাইলফলক ছুঁয়েছে ভারত। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই আর্থিক বছরে কমপক্ষে 24.14 বিলিয়ন ডলারের স্মার্টফোন রপ্তানি করে বিশ্ব বাজারে হৈচৈ ফেলে দিয়েছে ভারত সরকার।
স্মার্টফোন রপ্তানি বৃদ্ধির কারণ
বিশ্ববাজারে দেশে তৈরি স্মার্টফোনগুলি রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ বা PLI স্কিমকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, 2020 সালে কেন্দ্রের হাত ধরে চালু হওয়া এই প্রকল্পের অধীনে বিভিন্ন সংস্থা ভারতে তৈরি পণ্যের ওপর প্রণোদনা পায়। জানিয়ে রাখি, Apple ও Samsung-র মতো স্মার্টফোন প্রস্তুতকারক বিদেশি সংস্থাগুলি এই প্রকল্পের সুযোগ নিয়ে ভারতে তাদের উৎপাদন ইউনিট গুলিকে আরও শক্তিশালী করে তুলেছে।
ভারতের প্রধান বাজার হয়ে উঠেছে আমেরিকা
বেশ কয়েকটি রিপোর্ট যা বলছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে তৈরি স্মার্টফোনগুলি সবচেয়ে বেশি রপ্তানি করা হয়েছে আমেরিকায়। খোঁজ নিয়ে জানা গেল, গত আর্থিক বছরে শুধুমাত্র আমেরিকায় 10.6 বিলিয়ন ডলারের স্মার্টফোন রপ্তানি করা হয়েছে। এছাড়াও জাপান, ইতালি, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের মতো রাষ্ট্রগুলিতেও ভারতীয় স্মার্টফোনের চাহিদা ব্যাপক।
ভারত সরকারের বড় লক্ষ্যমাত্রা
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী 2030 সালের মধ্যে কমপক্ষে 300 বিলিয়ন ডলারের বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য রপ্তানি অর্জন করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। মনে করা হচ্ছে, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে যে হারে ভারতে তৈরি বিভিন্ন স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্যের চাহিদা বাড়ছে তাতে সহজেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে।
অবশ্যই পড়ুন: তৎকাল টিকিট বুক করা যাবে মাত্র কয়েক মিনিটেই! মেনে চলুন এই ৫ নিয়ম
কর্মসংস্থান ও আর্থিক বৃদ্ধি
জানিয়ে রাখি, বিশ্ববাজারে ভারতীয় স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি হওয়ায় স্মার্টফোন উৎপাদনে তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশের মতো রাজ্যগুলির বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। যার অন্যতম উদাহরণ চেন্নাইয়ে ইউনিট ও টাটার হোসুর কারখানা। বলা বাহুল্য, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রনের মতো কোম্পানিগুলির হাত ধরে ভারতে তৈরি আইফোন গুলির প্রায় 70 শতাংশ বিদেশে রপ্তানি হয়।