বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যাপেলের আসন্ন সিরিজ iPhone 17-এর প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে ভারতে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপেলের সরবরাহকারী Foxconn ইতিমধ্যেই চিন থেকে 17 সিরিজের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পার্টস ভারতে নিয়ে এসেছে। জানা যাচ্ছে, Foxconn-র এই আমদানি মূলত পরীক্ষামূলক উৎপাদনের জন্যই। তবে আগামী দিনে iPhone 17 সিরিজের স্মার্টফোন তৈরি করতে ভারতে আসবে নিত্য নতুন নানান বডি পার্টস।
কোন কোন পার্টস ভারতে আমদানি করেছে Foxconn?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুন মাসে আপেলের আসন্ন সিরিজ iPhone 17-এর বেশ কিছু প্রয়োজনীয় উপাদান অর্থাৎ বডি পার্টস ভারতে নিয়ে আসা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই তালিকায় রয়েছে ডিসপ্লে অ্যাসেম্বলি, কভার গ্লাস, মেকানিক্যাল ইউজিং ও ইন্টিগ্রেটেড রিয়ার ক্যামেরা মডিউল।
খোঁজ নিয়ে জানা গেল, গত মাসে চিন থেকে ভারতে আসা অ্যাপেলের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে 10 শতাংশ উপাদান ছিল iPhone 17 সিরিজের জন্য। বাকি 90 শতাংশ পার্টস আনা হয়েছিল iPhone 16 ও 14 সিরিজে ব্যবহারের স্বার্থে।
কবে থেকে শুরু হবে iPhone 17-এর পরীক্ষামূলক উৎপাদন?
আপাতত যা খবর, চলতি মাসেই ভারতে iPhone 17 সিরিজের পরীক্ষামূলক উৎপাদন শুরু করে দেবে অ্যাপেল। এরপর আসন্ন আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে iPhone 17 সিরিজের স্মার্টফোন তৈরির কাজ। সেক্ষেত্রে, আগামী সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আবহেই iPhone 17 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে অ্যাপেল। তবে বলে রাখি, ভারতের পাশাপাশি চিনেও একই সময়ে iPhone 17 তৈরির কাজ শুরু হবে।
অবশ্যই পড়ুন: পহেলগাঁও হামলার পর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, সম্মুখ সমরে নীরজ-আরশাদ
ভারত থেকে আমেরিকায় পৌঁছে যাবে iPhone
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্যাঁচে পড়ে শেষ পর্যন্ত ভারতকে ব্যবসার নিরাপদ ক্ষেত্র হিসেবে পছন্দের প্রথম তালিকায় জায়গা দিয়েছিল অ্যাপেল। এই সূত্র ধরেই বিগত সময়গুলিতে দেশে ক্রমশ বিনিয়োগ বাড়িয়েছে সংস্থাটি।
রিপোর্ট যা বলছে, আগামী বছর অর্থাৎ 2026 সালের মধ্যে অ্যাপেল সম্পূর্ণভাবে ভারত থেকে আমেরিকায় iPhone পাঠানোর প্রস্তুতি শুরু করে দেবে। অর্থাৎ ভারতে তৈরি হয়ে আমেরিকায় পৌঁছে যাবে iPhone-এর অত্যাধুনিক মডেলগুলি। বলা বাহুল্য, গত মার্চ মাসে ভারত থেকে আমেরিকায় iPhone রপ্তানির পরিমাণ 219 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা সত্যিই অভাবনীয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |