শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন সাইবার প্রতারণার (Internet Fraud) সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এক কথায়, ভারত একদিকে যখন ডিজিটাল হচ্ছে সেইসঙ্গে সাইবার প্রতারকরা কীভাবে মানুষকে ঠকানো যায়, টাকা আদায় করা যায় সেই নিয়ে নিত্য ফন্দি আঁটছে। এবার প্রতারকরা PAN কার্ড নিয়ে সাধারণ মানুষকে ঠকাতে শুরু করেছে বলে খবর। আর এই নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট যা জানলে বা শুনলে আপনারও পিলে চমকে যেতে পারে। সক্রিয় হয়েছে ই প্যান কার্ড প্রতারণা চক্র।
প্যান কার্ড নিয়ে চাঞ্চল্যকর খবর
অভিযোগ, সরকারি আধিকারিক সেজে ই-মেলের মাধ্যমে ‘অনলাইনে বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোড’ করার প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও এই বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB তড়িঘড়ি ময়দানে নেমেছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আসলে এই বিষয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পিআইবি। এই ইমেলটিকে ভুয়ো বলে অভিহিত করা হয়েছে। সেইসঙ্গে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ই-প্যান জালিয়াতি চক্র কীভাবে কাজ করছে?
এই প্রতারণার আওতায় প্রতারকরা একটি ভুয়ো ইমেইল পাঠায়। যার বিষয় ‘অনলাইনে বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোড করুন: একটি গাইড’। ইমেলটিতে একটি লিঙ্ক রয়েছে যা ক্লিক করা হলে, ব্যবহারকারীদের একটি জাল ওয়েবসাইটে ঢুকে পড়েন। এখানে তাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। কেউ তথ্য শেয়ার করলে তা সরাসরি চলে যায় প্রতারকদের কাছে, যা থেকে পরিচয় চুরি বা আর্থিক জালিয়াতি হতে পারে।
এদিকে সাধারণ মানুষকে এই ধরনের জালিয়াতি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আয়কর দফতর। কী করবেন এবং কী কী করবেন না সেই সংক্রান্ত একটি বার্তাও দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রতারণা এড়াতে সেগুলিকে অনুসরণ করেও চলতে বলা হয়েছে।
১) যেমন কোনও সন্দেহজনক ইমেইলের উত্তর দেবেন না।
২) অবাঞ্ছিত কোনও অ্যাটেচমেন্ট খুলবেন না। এটি ম্যালওয়্যার হতে পারে।
৩) কোনও ভুলভাল লিঙ্কে ক্লিক করবেন না, এটি একটি ভুয়া ওয়েবসাইট হতে পারে।
৪) কপি-পেস্ট লিংক দেবেন না।
অভিযোগ জানান এভাবে
১) আপনি যদি আয়কর বিভাগের নামে কোনও জাল ইমেল বা ওয়েবসাইট খুঁজে পান তাহলে সেটি [email protected] ইমেল বা ওয়েবসাইটের URLটি পাঠান।
২) [email protected] কাছেও একটি কপি পাঠান।
৩) ইমেলের ইন্টারনেট শিরোনাম অন্তর্ভুক্ত করুন।
৪) আপনি রিপোর্ট করার পরে আপনার ইনবক্স থেকে ইমেলটি ডিলিট করে দিন।
ই-প্যান কার্ড ডাউনলোড করার অফিসিয়াল উপায়
জালিয়াতি এড়াতে, ই-প্যান কার্ড ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক নিজে খুঁজুন।
আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং পোর্টালে যান।
গেট নিউ ই-প্যান বিকল্পটি নির্বাচন করুন।
আপনার আধার নম্বর লিখুন এবং যাচাই করুন।
ওটিপির মাধ্যমে আধার যাচাই করুন।
আধার তথ্য সরবরাহ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।