প্রীতি পোদ্দার, লখনউ: সমাজে শারীরিক গঠন নিয়ে মজা করা আজকাল যেন খুবই সাধারণ হয়ে গিয়েছে। কম বেশি প্রায় সকলকেই কখনও চেহারা নিয়ে তো কখনও আবার মুখশ্রী তো আবার কখনও গায়ের রং নিয়েই কটাক্ষ শুনতে হয়। তবে সেই কটাক্ষের প্রতিশোধ এবার এক ভয়ানক রূপ নিল। স্থূলকায় চেহারা নিয়ে কটাক্ষ করায় বন্ধুদের ২০ কিলোমিটার ধাওয়া করে গুলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
ঘটনাটি কী?
জানা গিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে এক অনুষ্ঠান বাড়িতে কাকার সঙ্গে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন অভিযুক্ত যুবক অর্জুন চৌহান। সেখানে অভিযুক্তের দুই বন্ধু অনিল এবং শুভমও উপস্থিত ছিল। আর তখনই শুরু হয় ঝামেলা। অনুষ্ঠান বাড়িতেই অর্জুনকে তাঁর দুই বন্ধু সকলের সামনে ‘মোটা’ বলে খেপাতে শুরু করেন। বন্ধুদের এই ‘অপমান’ মেনে নিতে পারেননি অর্জুন। অনুষ্ঠানের এই গোটা ঘটনাটি অর্জুন তাঁর বন্ধু আসিফকে জানান। তার পর তাঁরা দু’জনে মিলে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
২০ কিলোমিটার ধাওয়া করে গুলি!
ঘটনাটি ঘটে ২ মে, শুক্রবার। সেদিন, অনিল এবং শুভম বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পরিকল্পনা মাফিক ওই দুই বন্ধুকে ধাওয়া করেন অর্জুন এবং আসিফ। টানা ২০ কিলোমিটার ধাওয়া করে শুভমদের বাইক দাঁড় করান অর্জুনেরা। তার পরই শুভম এবং অনিলকে পর পর গুলি করা হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যায়, পরে তাদের মেডিকেল কলেজে রেফার করা হয়। এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসে পুলিশ।
আরও পড়ুনঃ হার মানবে বাগানও! আসন্ন মরসুমের আগেই বিরাট বাজেটের দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল
পলাতক আরেক বন্ধু
ইতিমধ্যেই অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে গোটা ঘটনা প্রসঙ্গে অর্জুন বলেন, ‘‘ অনুষ্ঠানের দিন খেতে বসেছিলাম। তখন সকলের সামনে ওরা আমার চেহারা নিয়ে কটাক্ষ করছিল। আমার খুব রাগ হয়েছিল। তখন কিছু বলিনি। ওদের কথা শুনে বাকিরাও হাসাহাসি করছিল। তাই আজ সেই ঘটনার প্রতিশোধ নিলাম।’’ তবে আসিফ ঘটনার পর পরই পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |