দুধ থেকে ঘি, মাখনের দাম কমানোর ঘোষণা করল Mother Dairy

Published on:

mother dairy product

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে মধ্যবিত্তের মুখে চওড়া হাসি। মূল্যবৃদ্ধির বাজারে এক ধাক্কায় বেশ কিছু জিনিসের দাম কমাল মাদার ডেয়ারি (Mother Dairy)। দুধ থেকে শুরু করে পনীর, ঘি ও অন্যান্য দুগ্ধজাতীয় জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই কমাল কোম্পানি। নিশ্চয়ই ভাবছেন কত টাকা করে কমেছে দাম? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দুধ, ঘি-এর দাম কমাল Mother Dairy

মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে যে সরকার জিএসটিতে বড় ধরনের পরিবর্তন আনার পর তারা তাদের দুগ্ধ ও খাদ্যপণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে এই নতুন দাম ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। দুধ, পনির, ঘি, মাখন, পনির এবং মিল্কশেকের মতো প্রধান দুগ্ধজাত পণ্যের দাম কমেছে, যা পণ্যের উপর নির্ভর করে জিএসটিতে ৫-১৮ শতাংশ থেকে ০-৫ শতাংশে নেমে এসেছে।

A table listing Mother Dairy products with columns for product category, SKU, old MRP in Rs, and new MRP in Rs. Products include UHT Milk, Milkshakes, Paneer, Malai Paneer, Butter, Cheese Cubes, Cheese Slices, Cheese Block, Cheese Spread, Diced Mozzarella, Ghee Carton Pack, Ghee Tin, Ghee Pouch, and Premium Cow Ghee. Prices are shown for various SKUs like 1 litre, 450 ml, 200 gm, and 500 ml.

উদাহরণস্বরূপ, এখন ১ লিটার দুধ (টেট্রা প্যাক) এখন ৭৭ টাকা থেকে ৭৫ টাকায় নেমে এসেছে, যেখানে ৫০০ গ্রাম মাখনের দাম ৩০৫ টাকা থেকে কমে ২৮৫ টাকায় নেমে এসেছে। একইভাবে, মাদার ডেইরি আইসক্রিম এবং সাফল প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের দামও কমেছে। চকোলেট ভ্যানিলা কোন এবং কেসর পিস্তা কুলফির মতো আইসক্রিম ৫-১০ টাকা কমেছে।

অন্যদিকে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই, আলু টিক্কি এবং প্যাকেটজাত নারকেল জলের মতো সাফল পণ্যের দাম ৫ থেকে ১৫ টাকা কমেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, পাউচ মিল্ক – প্রতিদিনের পলি প্যাক মিল্ক যেমন ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ ইত্যাদি- সর্বদা জিএসটি মুক্ত ছিল এবং থাকবে, এবং এর এমআরপি প্রভাবিত হবে না।

২২ সেপ্টেম্বর থেকে প্রযোজ্য হবে নতুন দাম

মাদার ডেয়ারির এমডি মনীশ ব্যান্ডলিশ বলেন, সম্প্রতি বিভিন্ন ধরণের দুগ্ধজাত ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের উপর জিএসটি হ্রাস একটি প্রগতিশীল পদক্ষেপ যা ব্যবহার বৃদ্ধি করবে এবং নিরাপদ, উচ্চমানের প্যাকেজজাত পণ্য গ্রহণকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, ‘এই বিভিন্ন বিষয়ের কথা মাথায় রেখে, আমরা আমাদের গ্রাহকদের ১০০ শতাংশ কর সুবিধা দিচ্ছি, যা ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥