জানুয়ারি-মার্চে জিডিপি বাড়তে পারে ৬.৮%! দেশের অর্থনীতি নিয়ে বিরাট সুখবর

Published:

Indian Economy
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনীতির মঞ্চে আবারও নিজেদের জায়গা পাকাপোক্ত করছে ভারত (Indian Economy)। সম্প্রতি এক বিশেষজ্ঞের মতে, 2025 সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি হতে পারে 6.8%, যা আগের তুলনায় যথেষ্ট ইতিবাচক। কিন্তু এর প্রভাব ঠিক কতটা পড়বে দেশের অর্থনীতিতে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি

হিসাব বলছে, 2024 সালের জুলাই-সেপ্টেম্বর মাসে জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র 5.6%। তবে অক্টোবর-ডিসেম্বর মাসে তাই একটু বেড়ে 6.2%-এ দাঁড়ায়। আর এবার জানুয়ারি-মার্চে 6.8% বৃদ্ধি মানে অনেকটাই ইতিবাচক পরিবর্তন। ফলে এর জেরে দেশের অর্থনীতির গতি নয়া রূপ নিচ্ছে।

এর পাশাপাশি জিডিপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির সম্ভাব্য হার ধরা হয়েছে ৬.৫%। বিশেষজ্ঞরা মনে করছে, সরকারের 44% কম সাবসিডি ব্যায়ের জন্য নেট ট্যাক্স কালেকশন অনেকটাই বেড়ে গিয়েছে, যা জিডিপিকে আরও বাড়তে সাহায্য করেছে।

পরিসংখ্যান কী বলছে?

রিপোর্ট বলছে, শিল্প উৎপাদন, ব্যাঙ্ক ঋণসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবার শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে ভারত। একইভাবে 65 টির বেশি হাই-ফ্রিকুয়েন্সি সূচকের উপর নির্ভর করে তৈরি হচ্ছে কম্পোজিট লিডিং ইন্ডিকেটর, যা দেশের অর্থনীতির গতিকে ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে।

এর পাশাপাশি মূল্যস্ফীতির চিত্র অনেকটাই স্থিতিশীল হয়েছে। হিসাব বলছে, বিগত চতুর্থ ত্রৈমাসিকে CPI ইনফ্লেশন ছিল গড়ে মাত্র 3.7% এবং WPI ছিল 2.7%। ফলে জিডিপি ডিফ্লেটর যে ৩%-এ নেমে আসবে, তা সবাই আঁচ করতে পেরেছিল। তবে বাস্তবে জিডিপি বৃদ্ধি 7%-এর কাছাকাছি যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ BSNL-র 5G নিয়ে সুখবর, কবে থেকে শুরু হচ্ছে পরিষেবা?

জিডিপি বৃদ্ধির পেছনে রহস্য কী?

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একসঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সাপোর্ট করার জন্য যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর গত এক দশকে যে সমস্তগঠন মূলক সংস্কার হয়েছে, তার অল এই জিডিপি বৃদ্ধি।

বিশেষজ্ঞরা আরও জানান, ভারতের বাজার এখন বহুজাগতিক সংস্থাগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি সাপ্লাই চেইন রি-অ্যারেঞ্জমেন্ট বিকল্প রাস্তা হয়ে উঠেছে। বর্তমানে যে হারে মুদ্রাস্ফীতি কমেছে এবং সাবসিডি হ্রাস পাচ্ছে, তাতে 7 শতাংশ বা তার বেশি জিডিপি বৃদ্ধির সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join