রেশন কার্ড হারালেও চিন্তা নেই, e-Ration বানালেই মুশকিল আসান, দেখুন বানানোর পদ্ধতি

Published:

get e ration card if you lost your physical ration card
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের দরিদ্র মানুষদের খাদ্য সুরক্ষা প্রদানের স্বার্থে সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন প্রকল্প (Free Ration Scheme) চালু করা হয়েছে। যেখানে কার্ড অনুযায়ী চাল ও গম দেওয়া হয় প্রতিমাসে। প্রতিমাসে গ্রাহকেরা কার্ড দেখিয়ে রেশন সামগ্রী নিয়ে নিতে পারেন। কিন্তু যদি কোনো কারণে রেশন কার্ড হারিয়ে যায়, তাহলে কি হবে? কিভাবে মিলবে রেশন? উত্তর জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেশন কার্ড হারিয়ে গেলে কিভাবে পাবেন খাদ্যশস্য?

যদি কোনোভাবে আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে থানায় জিডি করে পুনরায় রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়। তবে যদি সেটা না চান তাহলে ই-রেশন কার্ড বানিয়ে নিতে পারেন। যেটা বাড়িতে বসে অনলাইনেই কয়েক মিনিটে বানানো যাবে আর দেখিয়ে ফ্রি রেশন সামগ্রীও পেয়ে যাবেন।

e-Ration Card কি?

অনেকের মনেই প্রশ্ন জাগছে ই-রেশন কার্ড (e-Ration Card) আবার কি! এটা আসলে রেশন কার্ডের ডিজিটাল ভার্সন। ঠিক যেমনটা আধার কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ফিজিক্যাল রেশন কার্ড হারিয়ে গেলে ডিজিটাল রেশন কার্ড দেখিয়ে রেশন নেওয়া যাবে।

কিভাবে বানাবেন ডিজিটাল রেশন কার্ড?

আপনিও যদি ডিজিটাল রেশন কার্ড বানাতে চান তাহলে প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে গুগুল প্লে স্টোর থেকে ‘Mera Ration 2.0’ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর আধার নাম্বার দিলে OTP আসবে সেটা দিয়ে ভেরিফিকেশন করে লগ ইন করে নিতে হবে। আপনার যদি রেশন কার্ডের kyc করা থাকে তাহলেই ডিজিটাল রেশন কার্ড মোবাইলে দেখতে পেয়ে যাবেন। এরপর সেটা দেখিয়েই চাল, গম পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join