Indiahood-nabobarsho

পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের! গোয়ায় শিরগাঁও যাত্রায় মর্মান্তিক ঘটনা

Published on:

Goa Lairai Yatra

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড ঘটল গোয়ায়। দেবী লাইরাইয়ের নামে অনুষ্ঠিত শোভাযাত্রায় (Goa Lairai Yatra) অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে রীতিমত পদপিষ্ট হয়ে মৃত্যু হল একাধিক পুণ্যার্থীর। জখম অন্তত ৫০ জন। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ার শিরগাঁও মন্দিরে। ভক্তি ও উন্মাদনার আবহে এই ভয়ংকর বিপদের ছায়ায় আতঙ্কিত গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর তরফে তদন্তের আশ্বাস পাওয়া গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রের খবর, শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা শুরু হয়। রীতি মেনে এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হেঁটে যান। তার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। এবছরও তার আয়োজন করা হয়েছিল। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সেই শোভাযাত্রায় বহু মানুষ জমায়েত করেছিলেন। কিন্তু আচমকা শুরু হয়ে যায় ঠেলাঠেলি। পুলিশ থাকলেও তা হাতে গোনা। ফলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাপা পড়ে মৃত্যু ঘটে বেশ কয়েকজনের।

আহতদের আশঙ্কাজনক অবস্থা

এক আধিকারিক এর তরফে জানা গিয়েছে, দক্ষিণ গোয়ায় লইরাই দেবীর মন্দিরটি ঢালু এলাকায় একসঙ্গে বহু মানুষ তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছিলেন। আর ঠিক সেই সময় তাল সামলাতে না পেরে ভিড়ের ঠেলায় অনেক পুণ্যার্থী পা হড়কে পরে যায়। যার ফলে পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শেষ আপডেট অনুযায়ী এবং পুলিশ সূত্রের মারফৎ পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পদপিষ্টের জেরে আপাতত ৬ জনের মৃ্ত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই মর্মান্তিক ঘটনার পর গোয়া প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এবিষয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “এই মর্মান্তিক ঘটনার দায় কেউ এড়াতে পারবে না। আমরা তদন্ত করে দেখব কোথায় কোথায় ব্যর্থতা ছিল।” এদিকে প্রশ্ন উঠছে, শতাব্দী প্রাচীন এত বড় জমায়েতের জন্য কেন পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? অভিযোগের আঙুল উঠছে পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের দিকে। এই প্রসঙ্গে উপস্থিত স্থানীয়রা ও আহতদের পরিবার জানিয়েছেন, গতকালের জমায়েতে পুলিশের উপস্থিতি ছিল নগণ্য, এমনকি জরুরি অবস্থার জন্য কোনও রুট ঠিক করে রাখা হয়নি। আর তাই এবার তদন্তে নামল প্রশাসন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group