ট্রেনের টয়লেটে পড়ে যায় সোনার চেন! ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করে দিল ভারতীয় রেল

Published:

gold chain recover from train toilet
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেন ভ্রমণের সময় ভয়ংকর কাণ্ড! হঠাৎ করেই ভ্রমণকারীর সোনার চেন গায়েব! ট্রেন জুড়ে শোরগোল পড়ে গেলে, অবশেষে উদ্ধার করা হয় সেই যাত্রীর হারিয়ে যাওয়া চেন (Gold Chain Lost In Train)! জানা গিয়েছে মাইসুরুতে দক্ষিণ পশ্চিম রেলওয়ের গোয়েন্দা দল উদ্ধার করেছে সেই চেনটি। এবং মালিকের কাছে নিরাপদে ফেরৎ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রেনের শৌচাগারে হারিয়ে যায় সোনার চেন!

ভারতীয় রেলে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। তাই যাত্রীদের সুবিধা দিতে সবসময়ই ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, ট্রেনে ভ্রমণ করার সময় অসাবধানতাবশত যাত্রীদের মোবাইল ফোন, টাকার ব্যাগ বা ঘড়ির মতো মূল্যবান জিনিস চলন্ত ট্রেন থেকে পড়ে যায় বা চুরি হয়ে যায়। এবারেও তাই হল।

গতকাল অর্থাৎ রবিবার, দক্ষিণ পশ্চিম রেলওয়ের মহীশূর বিভাগের এক বিবৃতি সূত্রে জানা গিয়েছে যে, সাঙ্গাভি নামে এক যাত্রী, গত ৮ জুন, ট্রেন নং ১৬২৩১ তিরুচিরাপল্লি – কেএসআর বেঙ্গালুরুতে ভ্রমণ করেছিলেন। এরপর ওই রেলযাত্রীর অভিযোগ, শৌচাগারে যাওয়ার পর তার সোনার চেইনটি হারিয়ে গেছে।

অবশেষে উদ্ধার সেই চেন

ওই যাত্রী মনে মনে সন্দেহ করেছে যে সেই সোনার চেনটি টয়লেটে পরে গিয়েছে। তাই দেরি না করে তড়িঘড়ি কোচ বি১-এ থাকা রেল পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এরপর মহীশূরের কাছে যখন কোচটি আলাদা হয়ে যায় তখনই সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়।

সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের দল, জৈব-টয়লেট ট্যাঙ্কটি ভেঙে ফেলে এবং হারিয়ে যাওয়া সোনার চেনটি উদ্ধার করে। অবশেষে উদ্ধারকৃত জিনিসটি সঠিক মালিকের কাছে নিরাপদে ফেরত দেওয়ার জন্য RPF-এর কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: মঙ্গলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

এই প্রসঙ্গে, মহীশূর বিভাগের SWR-এর বাণিজ্যিক বিভাগীয় ব্যবস্থাপক, গিরিশ ধর্মরাজ কালাগোন্ডা বলেছেন যে যাত্রীদের হারানো জিনিস ফিরে পেতে রেলম্যাডাডের চাহিদা এখন খুব বেড়েছে। সেক্ষেত্রে যাত্রীদের কোনো জিনিস হারিয়ে গেলে বা ভ্রমণের সময় কোনো অসুবিধার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, যাতে RPF সময়মত সেই সমস্যা সমাধান করতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join