দোল ও দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা সরকারের

Published on:

Free LPG Gas Cylinder

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দিন যত এগোচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন আরো ঊর্ধ্বমুখী হচ্ছে। শুধু তাই নয় জীবনদায়ী ওষুধের দামও বাড়ছে। তবে বর্তমানে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের জীবনে আরও এক বড় সমস্যা মাথা উঁচু করে রয়েছে আর সেটি হল গ্যাস সিলিন্ডারের দাম। দিনের পর দিন যেন বেড়েই চলেছে এর দাম। তবে এবার গ্রাহকদের জন্য বড় সুবিধা দিতে চলেছে সরকার। বিনামূল্যে এবার মিলতে চলেছে গ্যাস সিলিন্ডার (Free LPG Gas Cylinder)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বছরে মিলবে বিনামূল্যে দুটি গ্যাস সিলিন্ডার

সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর সেই নির্বাচনে ২৭ বছরের খরা কাটিয়ে রাজ করতে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন রেখা গুপ্তা। আর দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন তিনি। গতকাল অর্থাৎ শুক্রবার রেখা গুপ্তা নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে লে-আউট প্ল্যান নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অনেকক্ষণ ধরে চলে সেই বৈঠক। জানা গিয়েছে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিশ্রুতি সম্পূর্ণ করতে আধিকারিকদের সুস্পষ্ট নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই বিষয়ে বলেছেন, “সমস্ত আধিকারিকদের কাছ থেকে বিভাগগুলির কাজের খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।”

কী বলছেন খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী?

বিজেপির ইস্তেহারে হোলি ও দীপাবলির সময় দিল্লির মানুষকে বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করা হবে বলা হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি পূরণের জন্য ইতিমধ্যেই খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। দফতরের আধিকারিকদের একটি নীলনকশা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান ৷ তিনি এও জানিয়েছেন যে, বছরে ৫০০ টাকা দামে আরও ১০ টি সিলিন্ডার দেওয়া হবে ৷ তবে এই সিদ্ধান্ত আগামী দু’দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছে মনজিন্দর সিং সিরসা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা

সমালোচকদের জবাব দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী

তবে এদিন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যেমন নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে জোর দিয়েছেন ঠিক তেমনই বিরোধী সলেরেকের পর এক কটাক্ষ এবং সমালোচনামূলক প্রশ্নের জবাবও দিয়েছেন কড়া হাতে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশির সমালোচনার জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তা জানান, “কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয়ই দিল্লির জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে ৷ কেবল স্লোগান দিয়েছে কোনো কাজের কাজ করেনি। কিন্তু তাঁদের সরকার প্রথম দিনেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন করেছে।” একই সঙ্গে, তিনি আরও বলেন, “এখন আমাদের সরকার ১১ হাজার নতুন ইলেকট্রিক বাস আনার কথা ভাবছে ৷ বাসগুলি শিগগিরই আসা শুরু করবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group