আরও ১৭৯ কোটি টাকা বরাদ্দ! বাড়বে চাল, গমের পরিমাণ? রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

Published:

Ration System
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষজনদের জন্য বিরাট সুখবর নিয়ে এল সরকার। রেশন (Ration System) পরিকাঠামোকে উন্নত করতে এবার রাজ্য সরকার 179.42 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করল। তাহলে কি এবার রেশনের পরিমাণ বাড়তে চলেছে? আসলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক, সম্ভাব্য কী কী পরিবর্তন আসছে এবং সাধারণ মানুষরা বাড়তি কী কী সুবিধা পাবে।

সরকারের ফ্রি রেশন প্রকল্প

কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা ফ্রি রেশন প্রকল্পে দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষজনরা সম্পূর্ণ বিনামূল্যে চাল ও গম পেয়ে থাকে। কেন্দ্র এবং রাজ্য সরকার এই প্রকল্প যৌথভাবে পরিচালনা করে। তবে জানিয়ে রাখি, এই ঘোষণা এসেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে।  প্রসঙ্গত, এই রাজ্যে বর্তমানে 3.16 কোটি পরিবার রয়েছে, যার মধ্যে 40.73 লক্ষ পরিবার অন্ত্যোদয় কার্ডের অন্তর্গত।

179 কোটি টাকার বাজেট ঘোষণা

সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে, এই 179.42 কোটি টাকা মূলত রেশন পরিকাঠামো, গুদাম মজুদকরণ, লোডিং-আনলোডিং এবং ফেয়ার প্রাইস শপে খাদ্যশস্য বিতরণের খরচ বাবদ বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি খাদ্য সংরক্ষণ এবং রেশন বিতরণের প্রক্রিয়াকেও আরও উন্নত করা হবে। আর রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল, রেশনে যাতে কোনোরকম অপচয় বা দুর্নীতি না হয়, সেদিকে নজর রাখা এবং প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে রেশন সামগ্রী প্রদান করা। 

চালানো হবে নজরদারি

এই গোটা প্রকল্পের উপর খাদ্য এবং নাগরিক সরবরাহ বিভাগের কমিশনাররা নজরদারি চালাবে বলেই জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিটি স্তরে সঠিক খাদ্য সরবরাহ নিশ্চিত করা যাবে। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের ইতিমধ্যে রেশন কার্ড রয়েছে, তাদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি আপডেট করতে হবে। নাহলে রেশন কার্ড অচল হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ মাত্র ২৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা! সেরার সেরা প্ল্যান আনল BSNL

কার্ড অনুযায়ী কতটা মিলবে রেশন?

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন সামগ্রী মিলবে? তবে যেমনটা জানা যাচ্ছে, সাধারণ রেশন কার্ডধারীদের প্রতি সদস্যের জন্য 2 কেজি গম এবং 3 কেজি চাল দেওয়া হবে। তবে অন্ত্যোদয় কার্ডধারী পরিবার পিছু 14 কেজি গম এবং 21 কেজি চাল দেওয়া হবে। অর্থাৎ, মোট 35 কেজি খাদ্যশস্য বিনামূল্যে মিলবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join