এই কর্মীদের অবসরের বয়স ৩ বছর বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের

Published on:

government decides to increase retirement age

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে ততই সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ার সংখ্যা কমছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় দেশের একাধিক রাজ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রে কেলেঙ্কারির খবর মিলছে। যার জেরে নিয়োগের পক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। এদিকে সরকারি কর্মীরা অবসর (Retirement) নেওয়ার ফলে কর্মীদের অভাব দেখে দিচ্ছে একাধিক বিভাগে। যার ফলে এবার অবসরের বয়স বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বাড়ছে অবসরের বয়সসীমা

হ্যাঁ ঠিকই শুনছেন, এতদিন সকলেই জানতেই ৬০ বছর হলে কর্মীরা অবসর গ্রহণ করেন। যদিও তারপরেও চাইলে বহু বিভাগে অতিরিক্ত কাজ করা যেতেই পারে। এবার এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে। এই মর্মেই বড় ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। আয়ুষ বিভাগে ডাক্তারদের বর্তমানে অবসরের বয়স ৬২ বছর। সেটাকে আরও ৩ বছর বাড়িয়ে ৬৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার ভোপালের কুশিলাল আয়ুর্বেদিক সংস্থানে ‘আয়ুর্বেদ মহাপর্ব ২০২৫’ এর আয়োজন করা হয়েছিল। সেখানেই আয়ুর্বেদ চিকিৎসার প্রশংসা করে এর গুরুত্ব সম্পর্কে জানান মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানান, একবার যদি কেউ আয়ুর্বেদ শিখে নেয় তাহলে সে অন্য কিছুতেই আর বিশ্বাস করবে না। আয়ুর্বেদ ৪০০০ বছর পুরোনো একটি রীতি যেটা সম্পর্কে জানার জন্য আজ গোটা বিশ্ব উৎসাহী। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যোগ বিদ্যার অ্যাম্বাসেডর হয়েছেন, তিনিই গোটা বিশ্বে যোগ ও আয়ুর্বেদকে স্বীকৃতি দিয়েছেন।

Whatsapp Broadcast Join Now

৩ বছর বাড়ল কর্মজীবন

এদিন মঞ্চ থেকেই আয়ুর্বেদিক ডাক্তারদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করে দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসাথে তিনি আরও জানান, মেডিক্যাল কলেজ বা নার্সিং হোমের জন্য স্বাস্থ্য দফতরে যেতে হবে না। আয়ুষ বিভাগের তরফ থেকেই অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নয়া শ্রম আইন আসতে পারে বাজেট ২০২৫-এ

Whatsapp Group Join Now

এরপর উজ্জয়নে আন্তর্জাতিক বৈদিক কোর্ট তৈরী করা হবে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য সরকারের তরফ থেকে যতটা সাহায্য সম্ভব করা হবে বলেও বসবাস  দেন তিনি। একইসাথে ইউনানী ঔষধি সম্পর্কে পড়াশোনা হিন্দি ভাষাতেও চালু করা হবে বলে জানানো হয়।

সঙ্গে থাকুন ➥
X