সহেলি মিত্র, কলকাতাঃ রেশন পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রেশন কার্ডধারীদের মূলত এবার খাদ্য দফতরের তরফে সতর্ক করা হল। আপনিও যদি রেশন পাওয়া অব্যাহত রাখতে চান তাহলে দ্রুত ডেডলাইন শেষ হওয়ার আগে ই-কেওয়াইসি (E-KYC) প্রক্রিয়া সম্পন্ন করে নিন। কারণ এই কাজটি না করলে বিনামূল্যে কিংবা সামান্য কিছু টাকার বিনিময়ে মাসে মাসে রেশন পরিষেবার হাত থেকে বঞ্চিত হবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
রেশন নিয়ে সতর্ক করল সরকার
আসলে অন্ধ্রপ্রদেশ সরকার রেশন কার্ড প্রদানের প্রক্রিয়া সহজতর করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। নাগরিকরা এখন নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা, বিদ্যমান রেশন কার্ডে পরিবর্তন করা এবং সদস্য যোগ করা বা অপসারণের মতো বিভিন্ন পরিষেবা পেতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনাকে E-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নইলে সমস্যা বাড়বে আপনারই।
সরকারের বক্তব্য, ২০২০ সালে রেশন কার্ড জারি হওয়ার পর রাজ্য জুড়ে অনেক মানুষ মারা গেছেন। কিন্তু তাদের নাম এখনও সরানো হয়নি। অনেকের ঠিকানাও পরিবর্তন হয়েছে। তারা সকলেই এখনও eKYC করেননি। ঠিকানা পরিবর্তন হলেও, যেখানেই রেশন পাচ্ছেন, সেখানেই eKYC করা যেতে পারে। কিন্তু অনেকেই এটা জানেন না। যদি কারো নাম ই-পস মেশিনে পেন্ডিং থাকে, তাহলে তাদের ডেকে ফিঙ্গারপ্রিন্ট করা হচ্ছে। যারা চাকরির জন্য বা পড়াশোনার জন্য বিদেশে গেছেন তারা এখনও তাদের বায়োমেট্রিক্স করেননি। ফলে যারা যোগ্য তাঁরাও রেশন পেতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন।
যোগ্যদের বাছাই করবে সরকার
বলা হচ্ছে যে কল্যাণমূলক প্রকল্পের জন্য যোগ্যদের তালিকা শনাক্ত করা হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে, রেশন কার্ডে তালিকাভুক্ত প্রতিটি সদস্যের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে নতুন রেশন কার্ড কেবল তাদেরই জারি করা হবে যারা ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন। ডেডলাইন ১৫ জুলাই।
আরও পড়ুনঃ ‘১ জানুয়ারি থেকে লাগু করতে হবে সপ্তম পে কমিশন!’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম
রাজ্য সরকার ১৫ জুলাই পর্যন্ত সমস্ত আটকে থাকা ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করেছে। শুধুমাত্র কাকিনাড়া জেলায় ১,০৬০টি ন্যায্য মূল্যের দোকানের অধীনে ১৮,৩০,৪৬১ জন রেশন কার্ড সদস্য রয়েছেন। এর মধ্যে ১৭,০৭,০৭৩ জন ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, এবং ৯৮,৪৭১ জন সদস্যের জন্য প্রক্রিয়াটি এখনও ঝুলে রয়েছে। তবে সেই কাজেও আর দেরি হবে না বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |