৩৫% বেতন বাড়ছে সরকারি কর্মীদের, নতুন পে কমিশন গঠনের পথে রাজ্য?

Published on:

Government to increase salaries of government employees by forming the 8th Pay Commission

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বেতন ভুক্ত সরকারি কর্মচারীরা বহু আগে থেকেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন। সেই সাথে রয়েছে DA বৃদ্ধির সুপারিশও। মনে করা হচ্ছে, বুধবারের বিধানসভা বাজেট অধিবেশনেই মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। পশ্চিমবঙ্গের সরকারি বেতনভুক্ত কর্মচারী ও অবসরপ্রাপ্তদের কথা মাথায় রেখে 6 থেকে 8 শতাংশ DA বৃদ্ধির জল্পনাও তৈরি হয়েছিল। যদিও বাজেটে 4% বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

আরও পড়ুন: ৪% DA, নতুন প্রকল্প সাথে আবাস নিয়ে বিরাট ঘোষণা! বাংলার বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুঃসংবাদ

উঠে এসেছিল নতুন বেতন কমিশন গঠনের প্রসঙ্গও। এহেন আবহে রাজ্যের সরকারি কর্মীরের দিকে মুখ তুলে চাইল সরকার। রিপোর্ট বলছে, রাজ্যের বেতনভুক্ত কর্মীদের কথা মাথায় রেখে সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, নতুন বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া পুরোদমে শুরু করেছে যোগী সরকার। জানা যাচ্ছে, নতুন বেতন কমিশন গঠনের আগে 13টি ভিন্ন কর্মচারী সংগঠনের কাছ থেকে পরামর্শ চেয়েছে উত্তরপ্রদেশ সরকার।

কর্মচারী সংগঠনগুলির পরামর্শের অপেক্ষায় যোগী সরকার

কেন্দ্রীয় সরকারের বেতনভুক্ত কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের আগে সে বিষয়ে রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠন গুলির মতামত জানতে চেয়ে 13টি কর্মচারী সংগঠনের কাছে পরামর্শের অনুরোধ পাঠিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। সূত্র বলছে, কর্মচারী সংগঠন ও বিভিন্ন রাজ্য থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশের মাধ্যমে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, যোগী সরকারের তরফে পরামর্শ চাওয়া 13টি সংগঠনের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশ সচিবালয়ের গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবগোপাল সিং, সচিবালয় অ্যাসোসিয়েশনের সভাপতি অর্জুন দেব ভারতী, উত্তরপ্রদেশের ইউনাইটেড স্টেট এমপ্লয়িজ কাউন্সিলের সভাপতি হরিকিশোর তিওয়ারিসহ অন্যান্য উচ্চ আধিকারিকরা।

অষ্টম কমিশনের হাত ধরে কর্মীদের বেতন অনেকটাই বাড়বে

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে অষ্টম বেতন কমিশনের অনুমোদন মেনে অষ্টম বেতন কমিশন গঠনের পর কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন। এরপর সরাসরি সেই রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।  প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট বলছে, দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ভাতা ও চাকরির সুযোগ সুবিধা নির্ধারণকারী কমিশন অষ্টম কমিশনে রূপান্তরিত হলে রাজ্যের সরকারি বেতনভুক্ত কর্মীদের বর্তমান বেতন প্রায় 33 থেকে 35 শতাংশ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 2014 সালের 28 ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করার প্রায় 1 বছর পর নতুন কমিশনের প্রতিবেদন জমা পড়ে এরপর সেই সুপারিশ গুলি কার্যকর হতে আরও 1 বছর লেগে যায়। 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল। তবে সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমোদনের পর বিজেপি জামানায় অষ্টম বেতন কমিশন গঠন করতে এবার ততটা বেশি সময় লাগবে না। জানা যাচ্ছে, 16 জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে অনুমোদিত অষ্টম বেতন কমিশনের সুপারিশ গুলি আগামী বছর অর্থাৎ 2026 সালের মধ্যে কার্যকর হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group