এই জেলার ১৯১,২৫১ জনের বাতিল হবে রেশন কার্ড! জারি নির্দেশিকা

Published on:

ration

সহেলি মিত্র, কলকাতা: রেশন কার্ডধারীদের (Ration Card) জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। আপনার হাতে আর মাত্র ৩ মাস সময় রয়েছে। এর মধ্যে যদি আপনি সরকারের কথা মতো কাজ না করেন তাহলে আপনার নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। আর তিন মাস পর থেকে কোনো রেশন পাবেন না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

বিপদে ১৯১,২৫১ রেশন কার্ডধারী!

রিপোর্ট অনুযায়ী, সরকারের তরফে জানানো হয়েছে, বারবার সতর্ক করার পরেও, উত্তরপ্রদেশের বলরামপুর জেলার প্রায় ১৯১,২৫১ জন এখনও তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করেননি। তাই, তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করলেই তারা রেশন পাবেন। এই সময়সীমার মধ্যে তাঁরা যদি এই কাজটি না করেন তাহলে তাদের নাম রেশন তালিকা থেকে বাদ পড়বে। রেশন কার্ডধারীরা অনায়াসেই এখন ন্যায্য মূল্যের দোকানগুলিতে ই-কেওয়াইসি করতে পারেন। উল্লেখ্য, জেলায় ১৫,৫৩,৪০২টি ইউনিট রয়েছে।

প্রতি মাসে যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে রেশন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রেশন কার্ডে তালিকাভুক্ত সকলের নামের জন্য eKYC বাধ্যতামূলক করা হয়েছে। ভুয়ো সুবিধাভোগী সনাক্ত করার জন্য এই ব্যবস্থাটি বাস্তবায়ন করা হয়েছিল। এর পরে, লোকেরা কেওয়াইসি-র জন্য তাদের আধার কার্ড সংশোধন করার জন্য কেন্দ্রগুলিতে ভিড় করতে শুরু করে। সরবরাহ বিভাগ কার্ডধারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে এবং রেশন ডিলারদের ই-কেওয়াইসি প্রক্রিয়া যাতে সহজে হয় সে বিষয়ে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়।

৪,৯৫,০০০ জনের রেশন কার্ড বাতিল

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার বহু মানুষের রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সরকারি রেশন দোকান থেকে রেশন গ্রহণকারী ৪,৯৫,০০০ সুবিধাভোগীর রেশন পরবর্তী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই সুবিধাভোগীরা সরকারি নির্দেশে পরিচালিত KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

শুধু তাই নয়, কিছু সুবিধাভোগী বিদেশেও থাকেন, যাদের জন্য জাল রেশন কার্ড তৈরি করা হয়েছে। এই বিষয়ে জেলা সরবরাহ কর্মকর্তা অখিলেশ শ্রীবাস্তব বলেন যে, ‘আমরা ১৪ আগস্ট ২০২৪ সাল থেকে কেওয়াইসি করছি। আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের সমস্ত গ্রাহক রেশন নিচ্ছেন কিনা। এক বছর ধরে ৮ লক্ষ ৮৯ হাজার রেশন কার্ডধারীরা উপকৃত হচ্ছেন। ৪ লক্ষ ৯৫ হাজার কার্ডধারীরা কেওয়াইসি করেননি। এই বিষয়ে তদন্ত করা হয়েছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥