শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ডধারীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। বছর শেষ হওয়ার আগেই সকলকে চমকে দিল সরকার। আপনিও যদি রেশন কার্ডধারী হয়ে ই-কেওয়াইসি না করিয়ে থাকেন, তবে আপনার জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। রেশন কার্ড ই-কেওয়াইসির শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। আগে এই সময় ছিল ৩১ ডিসেম্বর, ২০২৪, তবে এবার এই সময়সীমা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হল। শেষ তারিখ কত তা জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
E-KYC -র সময়সীমা বাড়াল সরকার
বছর শেষ হওয়ার আগেই E-KYC -র সময়সীমা বাড়াল সরকার। এর ফলে সেই সমস্ত সুবিধাভোগী স্বস্তি পাবেন যাঁরা কোনও কারণে এখনও পর্যন্ত ই-কেওয়াইসি করাতে পারেননি। সরকারের তরফে রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। ই-কেওয়াইসি না থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে, যা এই প্রকল্পের সুবিধা পাবে না। এর আগে ই-কেওয়াইসির শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ কিন্তু এখন তা বাড়িয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি করা হয়েছে।
কীভাবে E-KYC করবেন?
রেশন ডিলারের মাধ্যমে আপনার নিকটস্থ রেশন ডিলারের কাছে যান এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন। এর মধ্যে রয়েছে রেশন কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের সদস্যদের পরিচয়পত্র।
১) গুগল প্লে স্টোর থেকে “রেশন কার্ড পোর্টাল ২.০” অ্যাপটি ডাউনলোড করুন।
২) অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার ও ক্যাপচা দিন।
৩) OTT দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।