চাল, গম পেতে আর লাগবে না রেশন কার্ড! নতুন বছরে বিরাট বদল, জেনে নিন সবটা

Published on:

mera ration 2.0 app

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর নতুন নিয়ম, কার্যত এই মনোভাব নিয়েই ময়দানে নামতে চলেছে সরকার। মূলত নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে রেশনিং ব্যবস্থায় বিরাট রকমের পরিবর্তন হতে চলেছে। আর যার প্রভাব লক্ষ লক্ষ মানুষের ওপর পড়তে চলেছে। এবার আর রেশন নেওয়ার ক্ষেত্রে রেশন কার্ড (Ration Card) দেখাতে হবে না। একটি বিশেষ জিনিস থাকলেই হবে কেল্লাফতে। এবার সরকারের তরফে এমন এক ব্যবস্থা নেওয়া হয়েছে যারপরে আগামী দিনে রেশন সংগ্রহ করে জল ভাতের সমান হয়ে যাবে আপনার কাছেও কি রেশন কার্ড রয়েছে? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। 

রেশন ব্যবস্থায় বদল

WhatsApp Community Join Now

এমনিতে বছরের পর বছর ধরে সকলের আর্থিক অবস্থা ভাবনাচিন্তা করে রেশন কার্ডধারীদের কম দামে বা বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। এদিকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী, রেশন পেতে এই মানুষদের আর রেশন কার্ড দেখাতে হবে না। এটি করার একটি ডিজিটাল উপায় রয়েছে। আসলে সরকার রেশন নেওয়ার জন্য একটি অ্যাপ চালু করেছে। অর্থাৎ, এখন আর রেশন পাওয়ার জন্য রেশন কার্ড নেওয়ার প্রয়োজন হবে না, শুধু একটি অ্যাপের মাধ্যমেই তাঁরা সহজেই আনাজ পেতে পারেন। Mera Ration 2.0 APP এর মাধ্যমে আপনিও সহজে রেশন পেয়ে যাবেন।

Mera Ration 2.0 APP কী?

কেন্দ্রীয় সরকার দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলিকে সস্তা মূল্যে রেশন প্রদান করে। এতদিন রেশন পেতে রেশন কার্ড দেখাতে হত এই মানুষদের। তবে এখন শুধুমাত্র মেরা রেশন ২.০ অ্যাপের মাধ্যমেই খাদ্যসামগ্রী পেয়ে যাবেন সাধারণ আমজনতা।

ভারত সরকারের এই অ্যাপ পরিযায়ী শ্রমিকদের অনেক উপকার করবে। কারণ তারা প্রায়ই কাজের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই অ্যাপের সাহায্যে তাঁরা এখন যে কোনও শহরে কাজ করছেন কিনা তা সহজেই তাঁদের রেশন পেতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে রেশন পাওয়ার জন্য প্রতিবার রেশন কার্ড সঙ্গে রাখার প্রয়োজনীয়তা দূর হবে।

 কীভাবে ব্যবহার করবেন Mera Ration 2.0 APP?

১) প্রথমে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে মেরা রেশন ২.০ অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

২) মেরা রেশন ২.০ অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আধার নম্বর, ফোন নম্বরের মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

৩) OTP যাচাইকরণের জন্য তোমার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি দিতে হবে।

৪) এই পদক্ষেপগুলির পরে, আপনার রেশন কার্ডের ডিজিটাল কপি ওপেন হবে।

৫) এই কপি দেখিয়ে আপনি সহজেই রেশন পেতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X