DA বাড়ালেও সরকারি কর্মীদের বড় ঝটকা দিল কেন্দ্র সরকার, জারি কড়া নিষেধাজ্ঞা

Published on:

dearness allowance central government

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ দীপাবলির আবহে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA থেকে শুরু করে বেশ কিছু ভাতা বেড়েছে। উৎসবের আবহে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন, বোনাসের পাশাপাশি মোটা অংকের ডিএ ঢুকবে। ফলে সকলের মধ্যেই এখন খুশির হাওয়া বইছে। তবে এতকিছুর মাঝেও বহু সরকারি কর্মীকে আবার ধাক্কা দিল কেন্দ্র। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে কেন্দ্রের তরফে এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে যারপরে চমকে গিয়েছেন অনেকেই। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা ঘটতে পারে বলে। এই মর্মে একটি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে সরকারের ঘর থেকে। আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

নির্দেশিকা জারি কেন্দ্রের

WhatsApp Community Join Now

যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কিনতে পারবেন না। কেন্দ্রের লগ্নি এবং সরকারি সম্পদ পরিচালনা দফতরের (দীপম) আধিকারিকেরা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কেনাবেচা করতে পারবেন না। হ্যাঁ ঠিকই শুনেছেন। ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) তার আধিকারিকদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ারে লেনদেন থেকে বিরত থাকতে বলেছে, কারণ তারা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সম্পর্কিত বাজার-সংবেদনশীল তথ্য জানতে পারে।

একটি অভ্যন্তরীণ নির্দেশে বলা হয়েছে, দীপম বলেছে যে বিভাগে যোগদানকারী যে কোনও আধিকারিককে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে তার হোল্ডিং ঘোষণা করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমোদনের পরেই সংশ্লিষ্ট আধিকারিক এই জাতীয় শেয়ার বিক্রি করা যেতে পারে।

কী বলছে সরকার?

এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান, ‘সম্প্রতি অভ্যন্তরীণ নির্দেশ জারি করেছে দীপম। সেখানে বলা হয়েছে, দফতরের কোনও আধিকারিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না। ওই আধিকারিকদের কাছে সংস্থার অনেক গোপন খবর থাকে যা শেয়ারের দামকে প্রভাবিত করতে পারে। তাঁরা যাতে সেই তথ্য কাজে লাগিয়ে কোনও ভাবে উপকৃত হতে না পারেন, তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।… দীপম রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের মূল্যকে বাড়াতে পদক্ষেপ করে। স্পর্শকাতর সেই সমস্ত তথ্যের অপব্যবহার যাতে না হয়, তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব।’

সঙ্গে থাকুন ➥