সহেলি মিত্র, কলকাতাঃ দেশের সাধারণ মহিলাদের জন্য রইল দারুণ সুখবর। এবার এক ধাক্কায় ২৫ লক্ষ মহিলাকে একদম বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার দেবে। সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় একটি বিরাট আপডেট সামনে এসেছে। আর এই আপডেট আপনার মুখে হাসি ফোটাবেই ফোটাবে। উৎসবের মরশুমে জিএসটিতে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার পর মোদী সরকার এখন দরিদ্র পরিবারগুলির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নবরাত্রির সময় ২৫ লক্ষ বিনামূল্যে নতুন এলপিজি সংযোগ বিতরণ করবে।
২৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস দেবে সরকার
সরকারের এহেন সিদ্ধান্তের ফলে দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর মোট সংখ্যা ১০৬ মিলিয়নে পৌঁছাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুর। তিনি বলেন, উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতিটি সংযোগের জন্য সরকার ২,০৫০ টাকা খরচ করবে, যার মধ্যে একটি বিনামূল্যে LPG সিলিন্ডার, গ্যাসের বার্নার, রেগুলেটর এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। আপনি যদি এই প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাস সংযোগ পেতে আগ্রহী হন, তাহলে আসুন আপনার কোন কোন যোগ্যতা থাকতে হবে সেটা জেনে নেবেন।
কী কী শর্ত মানতে হবে?
দরিদ্র পরিবার, এসসি এবং এসটি সম্প্রদায়ের প্রাপ্তবয়স্ক মহিলারা যাদের বাড়িতে এলপিজি সংযোগ নেই তারা উজ্জ্বলা ২.০ এর অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার যোগ্য হবেন। রেজিস্ট্রেশনের জন্য, মহিলার আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
১) উজ্জ্বলা ২.০ প্রকল্পের জন্য অনলাইন আবেদনপত্রটি অফিসিয়াল ওয়েবসাইটের (https://pmuy.gov.in/e-kyc.html) মাধ্যমে পূরণ করুন।
২) তেল কোম্পানির নাম নির্বাচন করুন, উদাহরণস্বরূপ Indane/Bharatgas/HP Gas।
৩) নতুন গ্যাস কানেকশনের ধরণ নির্বাচন করুন, যেমন উজ্জ্বলা ২.০ নতুন সংযোগ।
৪) রাজ্য, জেলা এবং ডিস্ট্রিবিউটারের নাম নির্বাচন করুন।
৫) মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপি লিখুন।
৬) বিভাগ নির্বাচন করার পর, পরিবারের বিবরণ, ব্যক্তিগত বিবরণ, ঠিকানা এবং ব্যাঙ্কের বিবরণ পূরণ করুন, সিলিন্ডারের ধরণ নির্বাচন করুন, গ্রামীণ বা শহুরে নির্বাচন করুন এবং ঘোষণা ফর্মটি নির্বাচন করুন এবং জমা দিন।
৭) আবেদনের পর, রেফারেন্স নম্বর তৈরি হয়ে গেলে, এটি গ্যাস এজেন্সিতে নিয়ে যান।