বিড়ি খাওয়ার জের, ট্রেনের মধ্যে পিটিয়ে খুন বৃদ্ধকে! কাঠগড়ায় GRP

Published:

beedi in train
Follow

সহেলি মিত্র, কলকাতা: আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল দেশে। শুধু বিড়ি খাওয়ার দোষে কারোর যে জীবনে এত করুণ পরিণতি নেমে আসবে কে ভাবতে পেরেছিল। আসলে চলন্ত ট্রেনে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেলের সুরক্ষাকর্মীদের বিরুদ্ধে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। মৃত ব্যক্তির ছেলের দাবি ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গন্ডোয়ানা এক্সপ্রেসে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চলন্ত ট্রেনে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ!

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের টিকামগড়ের রামনগর বুজুর্গ গ্রামের বাসিন্দা বিশাল আহিরওয়ার দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করেন। সোমবার, বিশাল তার বাবা রামদয়ালকে (৫০) নিয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মধ্যপ্রদেশের ইশানগর স্টেশন থেকে গীতা জয়ন্তী এক্সপ্রেসে উঠেছিলেন ললিতপুর থেকে দিল্লি যাওয়ার জন্য। বাবা-ছেলে ললিতপুর স্টেশনে নেমে সেখান থেকে দিল্লি নিজামুদ্দিনগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে উঠে পড়েন। বিশাল আহিরওয়ার অভিযোগ করেন যে ট্রেনটি যখন আগ্রা স্টেশন ছেড়ে যায়, তখন তার বাবা জেনারেল কোচের গেটে দাঁড়িয়ে বিড়ি টানতে শুরু করেন। ইতিমধ্যে, ট্রেন টহল দেওয়া দুই জিআরপি কনস্টেবল সেখানে পৌঁছে যান। বিশাল অভিযোগ করেন যে রাত ২:১৫ নাগাদ একজন কনস্টেবল তার বাবাকে মারধর শুরু করেন, তাকে বিড়ি খেতে মানা করেন।

এরপর রেল পুলিশ ওই ব্যক্তিকে টেনে স্লিপার কোচে তুলে নিয়ে যায় এবং সেখানেও তাকে মারধর করে। পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার পর, যখন রামদয়াল তার আসনে পৌঁছায়, তখন সে রীতিমতো প্রচণ্ড কাঁপছিল। এর পর সে অজ্ঞান হয়ে পড়ে। ভোর সাড়ে ৩টার দিকে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ের ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ২০২৬-এ ৩ লক্ষ ছোঁবে সোনার দাম! এখন বিনিয়োগ করলে লাভ হবে? দেখুন রিপোর্ট

তদন্ত শুরু পুলিশের

ছেলে বিশাল জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছে যে দুই জিআরপি কনস্টেবল তার বাবাকে মারধর করেছেন, যার ফলে তার স্বাস্থ্যের অবনতির কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, জিআরপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর রামদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইতিমধ্যেই। যদিও জিআরপি থানার ইনচার্জ ইন্সপেক্টর ইয়াদ রাম সিং মৃতের ছেলের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। পুলিশ জানায় যে রামদয়াল কোচের গেটে বসে বিড়ি খাচ্ছিলো। এরপর পুলিশ তাঁকে তা খেতে মানা করে এবং ট্রেনের গেট বন্ধ করতে বলে। এর পর, রামদয়াল আগ্রা থেকে তার আসনে বসেন। এর পর তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। বিশাল পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join