প্রীতি পোদ্দার, কলকাতা: আজব কাণ্ড শিক্ষা ব্যবস্থায়! স্কুলে আসতে নারাজ প্রধানশিক্ষক, তাই তাঁর পরিবর্তে এবার পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষকের গাড়ির চালক! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। এমতাবস্থায় উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমত কাঠগড়ায় উঠেছে শিক্ষা ব্যবস্থার চালচলন। শোরগোল পরে গিয়েছে এলাকা জুড়ে। তাই এবার শাস্তিস্বরূপ বরখাস্ত করা হল প্রধান শিক্ষককে।
ঘটনাটি কী?
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই নাকি উত্তরপ্রদেশের হামিরপুরের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বীরু সিংহের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে প্রধান শিক্ষক হয়েও তিনি প্রতিদিন স্কুলে আসেন না, শুধু তাই নয়, ওই স্কুলে প্রধান শিক্ষকের গাড়ির চালক পড়ুয়াদের ক্লাস নেয়। শেষমেশ এই অভিযোগ গোপন সূত্রে জানতে পেরে শিক্ষা বিভাগের এক কর্মকর্তা আচমকা স্কুল পরিদর্শনে যান। আর তাতেই উঠে আসে একাধিক বিস্ফোরক অভিযোগ। জানা গিয়েছে ওই স্কুলে তখন ছিল মাত্র একজন শিক্ষক। প্রতিদিনের মত সেদিনও আসেননি প্রধান শিক্ষক। কিন্তু ক্লাসরুমে তাঁর দায়িত্ব সামলাতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকের গাড়িচালক রাম সহায়।
তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের
গাড়ির চালকের ক্লাসে পড়ানোর এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গে ওই স্কুলের প্রধানশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই প্রসঙ্গে হামিরপুরের শিক্ষা আধিকারিক বা BSA অলোক সিংহ বলেন, ‘‘ ওই স্কুলে মত ৭৯ জন পড়ুয়া আছেন। আর শিক্ষকের সংখ্যা প্রধানশিক্ষক বীরু সিংহকে নিয়ে তিন জন। এদিকে প্রধানশিক্ষক অনুপস্থিত থাকেন। তিনি না আসায় তাঁর ড্রাইভার ক্লাস নেন। তবে আদৌ ওই চালক ক্লাস নিচ্ছিলেন কিনা তা তদন্তের পরই জানা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভোটার তালিকায় অসঙ্গতি? প্রাক্তন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে FIR-র দাবি অভিষেকের!
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন , যে সব স্কুলে পড়ুয়া সংখ্যা ৫০ জনের কম, সেই সব স্কুল কাছাকাছি কোনও বড় স্কুলে অর্থাৎ যেখানে পড়ুয়ার সংখ্যা বেশি সেখানে যুক্ত করা হবে। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনাও শুরু করেছে। এমতাবস্থায় শিক্ষা ব্যবস্থায় এইরূপ ঘটনা প্রকাশ্যে আসায় বেশ চাপে পড়েছে যোগী আদিত্যনাথ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |