সাদা বরফের চাদরে ঢাকল কেদারনাথ ধাম, ঠান্ডায় জুবুথুবু অবস্থা তীর্থযাত্রীদের

Published:

snowfall in kedarnath
Follow

সহেলি মিত্র, কলকাতা: বর্ষা এখনও অবধি পাকাপাকিভাবে দেশের সব অংশ থেকে বিদায় নেয়নি। এদিকে এরকম আবহাওয়ার মাঝেই দেশের বেশ কিছু জায়গায় আবার শুরু হয়েছে মরসুমের প্রথম তুষারপাত। বাদ গেল না কেদারনাথও (Snowfall In Kedarnath)। সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে মহাদেবের এই পবিত্র স্থান। এমনিতেই আবহাওয়াবিদরা জানিয়েছেন যে চলতি বছর লা নিনার অতিরিক্ত প্রভাবে দেশে অনেক আগে এবং বেশি ঠান্ডা পড়বে। আর এই পূর্বাভাসের প্রভাব যে এত তাড়াতাড়ি দেখা দেবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি।

বরফে ঢাকল কেদারনাথ

আসলে কেদারনাথ ধামে তিন দিন ধরে তুষারপাত হছে। এরপর এক বৃহস্পতিবার সকালে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও এখনও প্রচণ্ড ঠান্ডা বিরাজ। যার কারণে তীর্থযাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন কেদারনাথে আগত তীর্থযাত্রীদের কেবল গরম পোশাক, জুত, রেইনকোট ইত্যাদি পরে তীর্থযাত্রায় আসার জন্য অনুরোধ করেছে। এর পাশাপাশি, কেদারনাথ হেলিপ্যাড থেকে বরফ সরানোর কাজ একটি মেশিন দিয়ে করা হচ্ছে। তুষারপাতের কারণে হেলিপ্যাডে সমস্যা হচ্ছে। ঠান্ডায় একপ্রকার জুবুথুবু অবস্থা সকলের।

এদিকে নগর পঞ্চায়েত প্রশাসন কেদারনাথে ঠান্ডা থেকে রক্ষা পেতে অগ্নিকুণ্ডের ব্যবস্থাও করেছে। এদিকে, তীর্থযাত্রীরা মন্দির প্রাঙ্গণে বরফ উপভোগ করছেন। মহাদেবের দর্শন করতে এসে বরফ যেন উপরি পাওনা। এদিকে, কেদারনাথে প্রচণ্ড ঠান্ডার কারণে, জল বরফের আকারে জমে যেতে শুরু করেছে।

লাগাতার ৩ দিন ধরে চলছে তুষারপাত

গত সোমবার থেকে, কেদারনাথ মন্দির সহ উঁচু পাহাড়গুলিতে একটানা তুষারপাত হচ্ছে। বুধবার, কেদারনাথ মন্দিরের পাশাপাশি টুঙ্গনাথ এবং মধ্যমেশ্বরের উঁচু পাহাড়গুলিতেও তুষারপাত হয়েছে। কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়গুলিতে সাদা তুষারপাতের চাদর পড়েছে।কেদারনাথের ভৈরব পাহাড়, মেরু-সুমেরু পর্বতমালা এবং মন্দাকিনী নদীর তীরবর্তী পাহাড়গুলিতে চার ইঞ্চি তুষার জমেছে। তুষারপাতের ফলে কেদারনাথ পুনর্গঠনের কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, নিচু অঞ্চলে তিন দিনের একটানা বৃষ্টিপাতের ফলে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে, যার ফলে মানুষ তাদের গরম পোশাক আলমারি থেকে বের করতে বাধ্য হয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join