বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন খবর সত্যিই হৃদয়বিদারক। প্রতিদিন কর্মস্থল থেকে বাড়ি, আবার বাড়ি থেকে প্রয়োজনীয় গন্তব্য… দুঃসময়ের সঙ্গী এই অ্যাপ ক্যাবগুলি এবার বন্ধ হতে চলেছে। সূত্রের খবর, আগামী 6 সপ্তাহের মধ্যে এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। এবার কী হবে নিত্যযাত্রীদের?
শেষ হচ্ছে Ola, Uber ও Rapido-র পথ চলা?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কর্ণাটক হাইকোর্টের তরফে অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, 1988 সালের মোটর ভেহিক্যালস আইনের 3 নম্বর ধারা অনুযায়ী সরকারের তরফে প্রয়োজনীয় গাইডলাইন জারি না হওয়া পর্যন্ত, রাজ্যে বাইক-ট্যাক্সি চালানো যাবেনা বলেই জানিয়ে দিয়েছে আদালত।
জানা যাচ্ছে, আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যজুড়ে বাইক ট্যাক্সি পরিষেবা, বন্ধ করতে হবে সংস্থাগুলিকে। অন্যথায়, সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, Ola, Uber, Rapido সহ অন্যান্য বাইক ট্যাক্সি পরিষেবা যাতে দ্রুত বন্ধ হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
প্রয়োজনীয় আইন ও গাইডলাইন তৈরি করবে কর্ণাটক সরকার
এদিন হাইকোর্টের বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চের তরফে, রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন বিধি ও গাইডলাইন তৈরির জন্য 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবেই হোক নির্দিষ্ট আইন ও গাইডলাইন তৈরি করে তবেই রাস্তায় অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে পারমিট দেবে সরকার।
প্রসঙ্গত, 2021 সালের জুলাই মাস নাগাদ, রাজ্যজুড়ে বাইক-ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করার একটি আদেশ জারি করে কর্ণাটক সরকার। তবে পরবর্তীতে সেই আদেশের বিরোধিতা করে হাইকোর্টে পিটিশন দাখিল করে Ola, Uber, Rapido-র মতো সংস্থাগুলি। পরে আদালতের তরফে অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
অবশ্যই পড়ুন: ৩ মাসের মধ্যে নিয়োগ, কাউকে দিতে হবে না টাকা! চাকরি বাতিল মামলায় ঘোষণা মমতার
তবে দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে, বাইক-ট্যাক্সির পরিচালন সংস্থাগুলিকে বড় ধাক্কা দিল আদালত। যদিও অ্যাপ-ক্যাব সংস্থাগুলির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে আপিল করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |